Close

চলে গেলেন কিংবদন্তি পরিচালক বাসু চ্যাটার্জী

আলাপন রায় : আজ চলে গেলেন বলিউডের ৯৩ বছর বয়সী কিংবদন্তি পরিচালক বাসু চ্যাটার্জী । বহুদিন ধরে বার্ধক্যজনিত সমস্যা ভুগছিলেন তিনি । দীর্ঘদিন রোগভোগের পর আজ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এই প্রবাদপ্রতিম পরিচালক । সংবাদটি টুইট করে জানান ইন্ডিয়ান ফিল্ম অ্যান্ড টিভি ডিরেক্টরস অ্যাসোসিয়েশনের সভাপতি আসোক পণ্ডিত ।  দুপুর ২টায় শান্তাক্রুজ শ্মশানে তার শেষকৃত্য অনুষ্ঠিত হয় । ১৯৩০ সালে রাজস্থানের অজম শহরে জন্মগ্রহণ করেছিলেন বাসু চ্যাটার্জী । কর্মজীবন শুরু মুম্বাইয়ের একজন অঙ্কনশিল্পী এবং কার্টুনিস্ট হিসাবে ।  শুরুর দিকে ১৯৬৬ সালের জাতীয় পুরস্কারপ্রাপ্ত, রাজ কাপুর ও ওয়াহিদা রহমান অভিনীত ‘তিসরি কসম’ চলচ্চিত্রে বসু ভট্টাচার্য-এর সহকারী হিসাবে কাজ করেন তিনি । তাঁর পরিচালিত প্রথম চলচ্চিত্র ‘সারা আকাশ’ ১৯৬৯ সালে রিলিজ করে । প্রথম চলচ্চিত্রের জন্য তিনি ফিল্ম ফেয়ার পুরস্কার লাভ করেন। এছাড়া ছোটি সি বাত’, ‘রজনীগন্ধা’, ‘এক রুকা হুয়া ফাইসলা’ ও ‘চ্যামেলি কি শাদি’র মতো একাধিক মর্মস্পর্শী সিনেমা তিনি দর্শকদেরকে উপহার দেন । শুধু হিন্দি নয় ,ফেরদৌস-মৌসুমী অভিনীত বাংলাদেশি এক সিনেমা ‘এক কাপ চা’র চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন তিনি। এছাড়া ‘হঠাৎ বৃষ্টি’, ‘চুপ চুপি’, ‘টক ঝাল মিষ্টি’ র মতো বাংলা ছবিও তিনি তৈরি করেছেন । তাঁর এইরকম অকাল প্রয়াণে শোকাহত সমস্ত ভারতীয় চলচ্চিত্রমহল।

Leave a Reply

0 Comments
%d bloggers like this:
scroll to top