নিজস্ব প্রতিনিধি :-বেলমুড়ি অঞ্চল তৃণমূল কংগ্রেস ও যুব তৃণমূল কংগ্রেসের উদ্যোগে বেলমুড়ি শিবাজী সংঘের মাঠে একটি প্রীতি “খেলা দিবস উদযাপন” হয়ে গেল ১৬-ই আগস্ট অপরাহ্ণে।অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ধনিয়াখালির বিধায়ক অসীমা পাত্র।অনুষ্ঠান থেকে সংবর্ধিত করা হয় বিশিষ্ট সাংবাদিক নৌশাদ মল্লিক,পঞ্চায়েত সমিতির সদস্য গোলাম মহিরুদ্দিন ।প্রবীণ ফুটবলার অরুণ বাগওন্ডাঃ সঞ্জীব ব্যানার্জীকে।খেলায় বিজয়ী বেলমুড়ি অঞ্চল তৃণমূল দল।বিজয়ী দলের পক্ষ থেকে ট্রফি গ্রহণ করেন সাবির আলি এবং সুদীপ্ত ব্যানার্জী।পুরস্কার তুলে দেন বেলমুড়ি গ্রাম পঞ্চায়েত প্রধান নিতাই দাস।সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন বেলমুড়ি অঞ্চল তৃণমূল সভাপতি সুব্রত ব্যানার্জী।
খেলা দিবস উদযাপন
- AuthorPosted byramiz
- Published
- Share this postClose sharing box
- খেলা দিবস উদযাপন
Posted by ramiz on August 19, 2021.