Close

ক্রিকেটার থেকে অভিনয়ে

প্রাক্তন ক্রিকেটার অমৃত দুজারী এবার জমিয়ে অভিনয়ে।’কিশোর কুমার জুনিয়র’-এর ছোট্ট একটি চরিত্রের পর অভিনয় করেছেন ‘থাই কারি’,’লৌকিক না অলৌকিক(মেগা ধারাবাহিক),সঞ্জয় বর্ধনের পরিচালনায় দ্বিভাষিক ওয়েব সিরিজে।
রাজা চন্দর আগামী ছবি ‘আম্রপালি’তে প্রধান নেগেটিভ চরিত্রে দেখা যাবে অমৃত দুজারিকে।

Leave a Reply

0 Comments
scroll to top