Close

ক্যালকাটা জার্নালিস্টস ক্লাব এর ৪৪ তম বার্ষিক সভা অনুষ্ঠিত হয়ে গেল

গোপাল দেবনাথ : ২৬ জুন রবিবার ক্যালকাটা জার্নালিস্টস ক্লাব এর ৪৪ তম বার্ষিক সভা অনুষ্ঠিত হলো মধ্য কলকাতার সুবর্নবণিক সমাজ হল এ। বেশিরভাগ সদস্যদের উপস্থিতিতে অত্যন্ত সুন্দরভাবে অনুষ্ঠিত হলো এই বার্ষিক সাধারণসভা। এই অনুষ্ঠান মঞ্চেই ২০১৫ থেকে ২০২১ পর্যন্ত ক্লাবের সম্পাদক পদে আসীন ছিলেন সদ্য প্রয়াত ক্লাবের সহ -সভাপতি রাহুল গোস্বামী। সদা হাসিখুশি ক্লাব অন্তপ্রাণ এই ব্যাক্তির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হলো এই অনুষ্ঠান মঞ্চে। উপস্থিত ছিলেন রাহুল বাবুর পুত্র ও কন্যা সহ বিশিষ্টজন। অনুষ্ঠান মঞ্চে উপস্থিত থেকে সভা পরিচালনা করলেন ক্লাবের সম্পাদক ইমন কল্যাণ সেন, সভাপতি প্রান্তিক সেন, সহ সভাপতি পূর্ণেন্দু চক্রবর্তী এবং কোষাধ্যক্ষ সাধনা দাস বসু। স্মৃতিচারণ করেন রথীন্দ্রমোহন বন্দোপাধ্যায়, পার্থপ্রতিম গোস্বামী, সুস্মিতা গোস্বামী, অশোক সেন সহ বিশিষ্ট সাংবাদিকগণ। এদিনের অনুষ্ঠানে ক্লাবে নিজস্ব তথ্যসমৃদ্ধ ম্যাগাজিন ‘সাংবাদিক’ সকল সদস্যদের হাতে তুলে দেওয়া হয়।

Leave a Reply

0 Comments
%d bloggers like this:
scroll to top