আলাপনরায় : পরিচালক হিসেবে, ছোট ও বড় পর্দার পরিচিতমুখ জয়জিৎ বন্দ্যোপাধ্যায়ের নতুন সিনেমার কাজ শুরু হল । এর আগেও একটি ছবি পরিচালনা করেছিলেন তিনি । নতুন এই শর্ট ফিল্মের শ্যুটিং রবিবার থেকে রিষরার আউটডোরে শুরু হয়েছে । ছবিতে থাকবে একটিমাত্র চরিত্র। যে চরিত্রে দেখা যাবে প্রথিতযশা অভিনেতা স্বয়ং পরিচালকের পিতা জয়ন্তমোহন বন্দ্যোপাধ্যায়কে । একটি মানুষের দৈনন্দিন জীবনের গল্প নিয়ে তৈরি হবে এই ফিল্ম। সাদাকালোয় নির্মিত এই ছবিতে থাকবে না কোনো সংলাপ । এক্সপ্রেশন এবং আবহসংগীতের এক বিরাট অবদান দেখা যাবে এই ছবিতে । জয়ন্তমোহন বন্দ্যোপাধ্যায়কে দেখা যাবে এক সিকিউরিটি গার্ডের ভূমিকায়। পরিচালকের মতে, ১২ থেকে ১৫ মিনিটের মধ্যে সীমাবদ্ধ থাকবে ছবিটির সময়সীমা। ক্যামেরায় রয়েছেন অভিজিৎ নন্দী এবং সম্পাদনায় সুমিত ঘোষ। ছবির প্রযোজনায় অলিভিয়া রায় এবং প্রোডাকশন ডিজাইনার জিকো অধিকারী । ছবির কাহিনী ও চিত্রনাট্য লেখা স্বয়ং পরিচালকের । এই ছোট ছবির প্রসঙ্গে তিনি জানান ,”গল্পে একটি বার্তা দেওয়ার চেষ্টা থাকবে। জীবন কীভাবে ঘটনা পরম্পরায় পাল্টে যায়, আমরা অনেক সময় তা বুঝে উঠতে পারিনা। সেটাই ধরা পড়বে এই ছবিতে ।”দেখা যাক পিতা-পুত্রের এই মেলবন্ধন দর্শক কীভাবে নেন। তবে ছবিটিকে ফেস্টিভ্যালে পাঠানোর ইচ্ছে আছে অভিনেতা-পরিচালক জয়জিতের।