Close

ক্যামাক স্ট্রিটে এডভান্স গ্রো হেয়ার এন্ড গ্লো স্কিন ক্লিনিকের উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক:বর্তমান ডিজিটাল যুগে সর্বদাই মানুষ তাঁদের দৈনন্দিন জীবন যাপনে ব্যস্ত থাকে।পাশাপাশি কাজের চাপে বাড়ে মানসিকতা ,মাথার চুল কিংবা ত্বকের সমস্যায় তখন জর্জরিত হতে হয় যেকোন মানুষকে।এর সমস্যাকে সমাধান করতে মানুষ ডাক্তার পরামর্শ নিতে দৌড়ে যান।একই ছাদের তলায় এই দুই সমস্যার সমাধান করতে ২৯শে জানুয়ারিতে দক্ষিণ কলকাতার ক্যামাক স্ট্রিটে এডভান্স গ্রো হেয়ার এন্ড গ্লো স্কিন তাঁদের চল্লিশ তম ক্লিনিকের শুভ সূচনা করলেন।যেখানে যে কোনো মানুষ হেয়ার ট্রান্সপ্লান্ট কিংবা লেজার হেয়ার থেরাপী সহ ত্বকের যেকোন সমস্যা সমাধানে আসতে পারেন।
উদ্বোধন করেন সংস্থার ফাউন্ডার তথা ম্যানেজিং ডিরেক্টর শারণ ভেল জে।পাশাপাশি ছিলেন ফ্রাঞ্চাইজি এবং জিতো বিজনেস নেটওয়ার্কের চেয়ারম্যান রাজেশ চন্দন।
দক্ষিণ ভারতে সফলতার সাথে চলছে উক্ত ক্লিনিক।এখন কলকাতার গ্রাহকরা কেমন অভিজ্ঞতা সঞ্চয় করে সেটাই দেখার।

নিজেকে আরো সুন্দর ও সুচারু করে তুলতে যখন খুশি এই ক্লিনিকে চুল ও ত্বকের যত্নবান পরিষেবা নিতে ভুলবেন না।

Leave a Reply

0 Comments
scroll to top