Close

কৈকালা বারোয়ারি পূজা কমিটির উদ্যোগে বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠান

নিজস্ব প্রতিনিধি : কৈকালা বারোয়ারি পূজা কমিটির উদ্যোগে ১লা অক্টোবর, ২০২২ মহা ষষ্ঠীর সন্ধ্যায় এক সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয় । আহীর ব্যানার্জীর সংগীত ও চন্দ্রশেখর দাসের সঙ্গতের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা ঘটে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রখ্যাত সাংবাদিক অভিনেতা ও টেলিফিল্ম পরিচালক নৌশাদ মল্লিক এবং বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সাংবাদিক ও কবি শেখ সিরাজ মহাশয় । অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন শিউলি ব্যানার্জি । কবিতা এবং আবৃত্তি পরিবেশন করে সমৃদ্ধি কর্মকার ও শ্রীতমা চ্যাটার্জী । নৃত্য পরিবেশন করে বৈশাখী সেন চক্রবর্তী, সোহিনী চ্যাটার্জী, বনানী রায়, রনি দত্ত, প্রীতি দাস, জিনিয়া সাঁতরা, মানসী লেজ, পুষ্প সাঁতরা ও প্রমূখ । সমগ্র অনুষ্ঠানের বিশেষ আকর্ষণ ছিল বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা সামান্য ক্ষতি অবলম্বনে নৃত্য আলেখ্য “সামান্য ক্ষতি”, ভাবনা ও বিন্যাসে ডঃ মৈনাক কুমার দে পরিবেশনায় কৈকালা কালচারাল গ্রুপের শিল্পী বৃন্দ।
এই নৃত্য আলেখ্য সমৃদ্ধ হয়ে ওঠে অতনু ব্যানার্জি, পারমিতা চক্রবর্তী, জোসনা চ্যাটার্জি, তনুশ্রী সেন ও সঙ্গীতা পাখিরার সংগীত পরিবেশনা এবং কন্ঠের মূর্ছনায় ছিলেন অরবিন্দু মুখার্জি, চিন্ময় রায়, সুবীর চ্যাটার্জী ও সুভাষ কর্মকার । সমস্ত অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সুভাষ কর্মকার । অনুষ্ঠানটির উদ্যোক্তা এবং বারোয়ারী পূজা কমিটির সদস্য সুবীর চ্যাটার্জী, কৌশিক চ্যাটার্জী, রামচন্দ্র সেন ও জয়দেব কোলে প্রমুখর কাছ থেকে জানতে পারা যায় শুধু পুজোর মধ্যে আবদ্ধ না থেকে বিভিন্ন উন্নয়নমূলক ও সাংস্কৃতিক কাজকর্মের সঙ্গে সারা বছর যুক্ত থাকে এই কমিটি ।

Leave a Reply

0 Comments
%d bloggers like this:
scroll to top