Close

কৃষ্ণপদ ঘোষ মেমোরিয়াল হলে অনুষ্ঠিত হলো”বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান শতবর্ষ স্মৃতি স্মারক সন্মান ২০২০”

কেকা মিত্র:স্বাধীন বাংলাদেশের প্রতিষ্ঠাতা ও মুক্তিযুদ্ধের নায়ক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান এর জন্মশত বর্ষ পালন করলো বাংলা শিল্পী সাহিত্য -সমাজ কর্মী- সাংবাদিক সমন্বয় সমিতি ও আম্বেদকর কালচারাল কলেজ । আম্বেদকর কালচারাল কলেজ এর প্রধান দিলীপ বিশ্বাস ও আইনজীবি প্রদীপ বড়াল এর মূল উদ্যোগে শিয়ালদহ কৃষ্ণপদ ঘোষ মেমোরিয়াল ট্রাস্ট ভবনে ।এই বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান শতবর্ষ স্মৃতি স্মারক সন্মান ২০২০ এই বিশেষ সন্মান পেলেন বিশিষ্ট সাংবাদিক ইন্দ্রজিৎ আইচ।এই সন্মান তার হাতে তুলে দিলেন ভবা পাগলা মন্দির ও আশ্রম এর কর্ণধার গোপাল ক্ষেত্রি, সাংবাদিক নৌশাদ মল্লিক, আম্বেদকার কলেজ এর প্রধান দিলীপ বিশ্বাস,ডাঃ কৌশিক রায়চৌধুরী, আইনজীবি প্রদীপ বড়াল, সহ বহু বিশিষ্ট ব্যাক্তি বর্গ। সাংবাদিক ইন্দ্রজিৎ আইচ দীর্ঘ ২৫ বছরের বেশি সময় ধরে বিভিন্ন পত্রপত্রিকায় লেখালেখি করেন পাশাপাশি বিভিন্ন বই লেখা ও সম্পাদনা করেন।

এই দিন বাংলাদেশ এর ৫০ বছর ও বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান এর জন্ম শতবর্ষ উপলক্ষে কবিতা ও গানে অংশ নেন সংগীত শিল্পী কেকা আইচ, অতিন বারুই, মানস রঞ্জন বিশ্বাস, রামেশ্বর বন্দ্যোপাধ্যায়, কৃষ্ণ বালা, বিশ্বজিৎ দাস, লীলাবতী বিশ্বাস, সংমেলন বিশ্বাস সহ আরো অনেকে। এই বছর বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান স্মারক সন্মান ২০২০ পেলেন সাংবাদিক গোপাল দেবনাথ,প্রবীণ সাংবাদিক নৌশাদ মল্লিক, অভিনেতা ধীরু ব্যানার্জী, সংগীত শিল্পী লীলাবতী বিশ্বাস, মনিন্দ্র চন্দ্র পাল, অজন্তা দেব বর্মন,শঙ্কর বিশ্বাস, মিলন বসু, দিলীপ বিশ্বাস, সুরকার কৃষ্ণ বন্ধু ধর, রবীন্দ্র সংগীত শিল্পী কেকা আইচ, বিজয় শেঠ, মিলন বসু, সংগীত শিল্পী মানস রঞ্জন বিশ্বাস, কৃষ্ণা দত্ত, সুজিত চক্রবর্তী, অরূপ কুমার দে, দীপা দাস, দেবকন্যা সেন সহ আরো অনেকে। শেখ মুজিবর রহমান এর রাজনৈতিক দর্শন ,তার জীবন, স্মরণীয় বাণী, আদর্শ, আত্মত্যাগ, তার স্বাধীনতা সংগ্রাম, গণতন্ত্র, সমাজ তন্ত্র, ধর্ম নিরপেক্ষতা, জাতীয়তাবাদ, কূটনীতি, দেশ গঠন এ তার ভূমিকা প্রচার ও প্রসার এর লক্ষে তার কাজ নিয়ে আলোচনায় অংশ নেন ডি আশিস, সাংবাদিক ইন্দ্রজিৎ আইচ, ডঃ অরূপ মিত্র, ডাঃ ভোলানাথ দাস, সুশীল চৌধুরী, দিলীপ বিশ্বাস, অধ্যাপক মনোরঞ্জন ঘোষ, কে কে সিংহানিয়া, নৌশাদ মল্লিক সহ বেশ কিছু বিশিষ্ঠ মানুষজন। সমগ্র অনুষ্ঠান পরিকল্পনা ও পরিচালনায় ও সঞ্চালনায় ছিলেন দিলীপ বিশ্বাস, বিশ্বনাথ চৌধুরী, শঙ্কর বিশ্বাস, ডাঃ মানবেন্দ্র ভৌমিক, সন্দীপ বসু, প্রদীপ বড়াল, রুপা মন্ডল, সৌমেন মন্ডল, বিশ্বজিৎ দাস, সুব্রত বিশ্বাস, সঞ্জীব বিশ্বাস, কৃষ্ণ বালা। সমগ্র অনুষ্ঠানটি এক কথায় অনবদ্য হয়ে ওঠে।

Leave a Reply

0 Comments
%d bloggers like this:
scroll to top