Close

কায়া ব্যান্ডের অরিন্দম এবার ছবি পরিচালনায়

By Ramiz Ali Ahmed

কায়া ব্যান্ডের অন্যতম সদস্য অরিন্দম চট্টোপাধ্যায়কে আমরা সকলেই চিনি।সেই তিনিই এবার ডেবিউ ঘটিয়ে ফেললেন ছবি পরিচালনায়।ছবির নাম ‘ফ্ল্যাট নম্বর ২বি‘।সাইকো থ্রিলারধর্মী এই ছবির কাহিনি লিখেছেন সৌপ্তিক চক্রবর্তী।চিত্রনাট্য লিখেছেন সৌরভ পালোধি।অভিনয় করছেন দেবপ্রতিম দাশগুপ্ত(তাজু),রেডিও জকি শেখর,খ্যাদা ভট্টাচার্য, অরিন্দম চট্টোপাধ্যায় প্রমুখ।এখন দেখার মিউজিক জগতে মন জয় করা অরিন্দম তাঁর প্রথম ছবিতে দর্শকের মন কতটা জয় করতে পারেন!

Leave a Reply

0 Comments
%d bloggers like this:
scroll to top