আনন্দ সংবাদ লাইভ:ভারতের কমিউনিষ্ট পার্টি (মার্ক্সবাদী) পাণ্ডুয়া এরিয়া কমিটি আজ সরাদিন ব্যাপী পাণ্ডুয়ার ৬টি পঞ্চায়েতের বিভিন্ন গ্রামে করোনা মহামারী নিয়ে সচেতনতা মূলক প্রচার সংগঠিত করে।সারা রাজ্যের বুকে সিপিআই এম দলের “মারণ ভাইরাস করোনা” নিয়ে প্রচার কর্মসূচির অঙ্গ হিসেবে সামাজিক কিছু নিয়ম মেনে চলার জন্য পাণ্ডুয়া বাসী কে অনুরোধ করা হয়।এলাকার বিধায়ক ও এরিয়া কমিটির সম্পাদক আমজাদ হোসেন পাণ্ডুয়ার মানুষকে কিছু বিষয়ে সচেতন করেন সেগুলো হলো বাইরে বেরোলে অবশ্যই মাস্ক ব্যবহার করুন,সেই মাস্ক আবার ব্যবহারের আগে সাবান দিয়ে ধুয়ে শুকিয়ে তবেই ব্যবহার করুন।বাইরে বেরোলে থুতু কফ ফেলবেন না এতে সংক্রমণ বাড়ার সম্ভাবনা বারে, বাইরে বেরোলে অবশ্যই সাবান দিয়ে হাত ধোবেন। বাইরে ন্যূনতম শারীরিক দূরত্ব (৩ফুট) বজায় রাখুন আর অবশ্যই বাড়ির চারপাশ পরিষ্কার রাখুন।বাড়িতে থাকুন সুস্থ থাকুন।