Close

কবিগুরুকে স্মরণ

আনন্দ সংবাদ লাইভ : কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের তিরোধান দিবস পালিত হল ভারতীয় জনতা পার্টির কলকাতার সদর কার্যালয়ে।উপস্থিত ছিলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ, সহ-সভাপতি জয়প্রকাশ মজুমদার সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ।এদিন সদ্য বিজেপিতে আসা বিশিষ্ট সংগীতশিল্পী ঋদ্ধি বন্দোপাধ্যায়,যিনি বিজেপির সাংস্কৃতিক সেলের অন্যতমা সদস্যা সংগীত পরিবেশন করেন।রবীন্দ্রসঙ্গীত “আমি মারের সাগর পাড়ি দেব”, “আমার ভাঙা পথের রাঙা ধূলায়” গেয়ে শোনান ঋদ্ধি বন্দোপাধ্যায়। ঋদ্ধি বললেন,” আমরা আজ স্মরণ করলাম বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরকে তাঁর তিরোধান দিবসে। আমরা বাংলার সংস্কৃতির যাঁরা প্রাণপুরুষ তাঁদের আদর্শ মাথায় রেখেই পথ চলায় অঙ্গীকারবদ্ধ। কোনোরকমের সাংস্কৃতিক নেপোটিজমের উর্ধে উঠে গুণী মানুষের কদর করার এ এক নতুন পথ চলা।”

Leave a Reply

0 Comments
%d bloggers like this:
scroll to top