Close

কনীনিকার চুল কেটে দিলেন সিধু

By Ramiz Ali Ahmed

কনীনিকা বন্দোপাধ্যায় চুল কাটছেন আর চুল কেটে দিচ্ছেন সিধু।এরম দৃশ্য সত্যি চমক লাগালো পূর্ণ দাস রোডের “বেলে কার্লস”এ।উপস্থিত লোকেরা এই মুহূর্ত দেখে সত্যিই বুঝে উঠতে পারছিলেন না আসলে হচ্ছেটা কি! চুল কাটছেন সিধু,হাতে লম্বা কাঁচি,চেয়ারে বসে কনীনিকা চুল কাটছেন।দুজনই খুব ভালো বন্ধু কিন্তু এরকম এক মুহূর্তের যে সাক্ষী হতে হবে চুল কাটতে এসে অনেকেই হয়তো ভাবেননি।শুধু কি তাই!এর পর সিধুর চুল ব্লোয়ার দিয়ে শুকিয়ে দিলেন কনীনিকা,চুলের কিছুটা কালারও করলেন সিধু।সেলুনে এসে লোকে নিজেদের প্রয়োজন ভুলে দেখতে লাগলেন এমন চমক ভরা দৃশ্যগুলো।নিজেদের ফোনে তুলে রাখলেন ছবি।
এহেন কান্ডকারখানা দেখে সবাই বেশ মজা পেলেন।সুদীপ্তা দত্ত,বেলে কার্লস এর সর্বময় কর্তী জানালেন,” এই সেলুনের আনুষ্ঠানিক উদ্বোধন হল আজ।সেখানে এসে দুই বন্ধুর এমন সারপ্রাইজিং কাণ্ডকারখানা দেখে উপস্থিত সবাই বেশ খুশি কিছুটা হতবাকও বটে।”

Leave a Reply

0 Comments
%d bloggers like this:
scroll to top