Close

‘ওয়ার দা জার্নি টু উইন’ ছবির ট্রেলার ও মিউজিক লঞ্চ

প্রতীক ও তিথি

নিজস্ব প্রতিনিধি:রণজিৎ দাস এবং শ্রীজিৎ নিবেদিত আর জে ফিল্ম এন্ড ওয়ার্কশপ প্রোডাকশন প্রযোজিত, শ্রীজিৎ পরিচালিত ‘ওয়ার দা জার্নি টু উইন’ ছবির ট্রেলার ও মিউজিক লঞ্চ হয়ে গেল কলকাতার ট্রাম ডিপো রেস্টুরেন্টে। মুখ্য চরিত্রে অভিনয় করেছেন প্রতীক ও তিথি।মা ছেলের গল্প ‘ওয়ার’-এ মায়ের চরিত্রে অভিনয় করেছেন মৌসুমী সাহা। রয়েছেন শান্তিলাল মুখোপাধ্যায়ও। এদিন ছবির ট্রেলার ও মিউজিক প্রকাশে উপস্থিত ছিলেন অভিনেতা অনিন্দ্য পুলক বন্দ্যোপাধ্যায়, অভিনেতা আরিয়ান রায়, আরিয়ান ভৌমিক, ইন্দ্রনীল মল্লিক,ছবির পরিচালক শ্রীজিৎ, নায়ক প্রতীক,নায়িকা তিথি,গায়িকা শীর্ষা রক্ষিত প্রমুখ।

Leave a Reply

0 Comments
%d bloggers like this:
scroll to top