আনন্দ সংবাদ লাইভ :কে আর এ মিউজিক প্রোডাকশনের পরিবেশনায় পরিচালক সৌম্যজিৎ আদকের নতুন বাংলা গান “একা মন” রিলিজ হতে চলেছে খুব শীঘ্রই । গানটির কথা ও সুর করেছেন কৃষ্ণেন্দু রাজ আচার্য এবং গেয়েছেন অমৃতা সিং।কে আর এ মিউজিক প্রোডাকশন টিমের কথায় গানটি ইয়ং জেনারেশনের সাথে সাথে সব বয়সের মানুষের মন ছুঁয়ে যাবে। গানটির সাথে সবাই নিজের ভালোবাসার ছোট ছোট মুহূর্তের আবেশ অনুভব করতে পারবে। এই গানটির টিজার ইতিমধ্যেই বেশ জনপ্রিয় নেট দুনিয়ায়। টিজারে নীল ও ঐন্দ্রিলার জুটিকে দেখা গেছে। তবে পরিচালক বলছেন আরও একটি তাস তার ঝুলিতে লুকানো আছে যা ক্রমশ প্রকাশ্য।
“একা মন” আসছে
- AuthorPosted byramiz
- Published
- Share this postClose sharing box
- “একা মন” আসছে
Posted by ramiz on October 31, 2020.