ঈশানি মল্লিক:বাংলার বিনা পয়সার ডাক্তার তথা উলুবেড়িয়া উত্তর বিধানসভা কেন্দ্রের বিধায়ক নির্মল মাজির ঐকান্তিক প্রচেষ্টায় আগুনপাখি, ফ্রেন্ডস ফোরাম, কলকাতা ও অগ্রগতি, আমতা, হাওড়ার যৌথ উদ্দ্যোগে
অগ্রগতি, পিটিটিআই প্রাঙ্গণ, রসপুর, আমতা, হাওড়ায় বিনামূল্যে স্বাস্থ্য শিবিরের আয়োজন করা হয়েছে। গায়ক নচিকেতা এই স্বাস্থ্য শিবিরে নিজে উপস্থিত ছিলেন।
এই শিবিরে রোগী দেখার জন্য উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গের নামী সরকারি হাসপাতালের মেডিসিন, কার্ডিওলজি, সার্জারি, গাইনি, শিশুরোগ, নাক- কান – গলা, চক্ষু, চর্মরোগ, দন্ত বিভাগের বিশেষজ্ঞ চিকিৎসকরা।
এই স্বাস্থ্য শিবিরে বিনামূল্যে ইসিজি ও সুগার টেষ্ট- ও করা হয়।
হাজারের বেশি মানুষ এই স্বাস্থ্য শিবিরে বিনামূল্যে চিকিৎসার জন্য আসেন। সকলেই চিকিৎসা ও বিনামূল্যে ওষুধ পাওয়ায় এই করোনা পরিস্থিতির মধ্যে স্বস্তির শ্বাস নেন।
সাধারণ মানুষের কথা চিন্তা করেই, করোনা বিধি মেনে মানুষকে বিশেষজ্ঞ চিকিৎসকদের দ্বারা স্বাস্থ্য পরিষেবা দেওয়া হয়।
সাধারণ মানুষ এই পরিষেবায় এতটাই উপকৃত যে, আবারও এই স্বাস্থ্য শিবির আয়োজনের অনুরোধ রাখেন।