Close

উচ্চ মাধ্যিমক পরীক্ষার সময় শিক্ষক-শিক্ষিকাদের ছুটি নয়

আনন্দ সংবাদ লাইভ: উচ্চ মাধ্যিমক পরীক্ষার সময় কোনও শিক্ষকশিক্ষিকাদের ছুটি না নেওয়ার নির্দেশিকা জানিয়ে দিল উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। আগামী ২,৬ এবং ৮ জুলাই উচ্চ মাধ্যমিক পরীক্ষা হতে চলেছে।যে পরীক্ষা কেন্দ্রগুলিতে পরীক্ষার আসন রয়েছে বা পড়তে পারে এবং যারা পরীক্ষার নজরদারি থেকে শুরু করে পরীক্ষা পরিচালনার দায়িত্বে থাকবেন তারা কোনওভাবেই ছুটি নিতে পারবেন না। সংসদের তরফে আরও জানানো হয়েছে, যদি কোন জরুরি দরকার থাকে তাহলে সেটি বিবেচনা করা হবে। শিক্ষক এবং অশিক্ষক কর্মীদের যাদের বাকি পরীক্ষাগুলো সঙ্গে দায়িত্ব রয়েছে তাদের পরীক্ষা পরিচালনা সংক্রান্ত কাজ স্বচ্ছভাবে এবং বাধ্যতামূলক ভাবে করতে হবে।

Leave a Reply

0 Comments
scroll to top