Close

আসানসোলে অল ইন্ডিয়া হিউম্যান রাইটস-এর উদ্যোগে ওয়ার্ল্ড হিউম্যান রাইটস ডে

গোপাল দেবনাথ : বিশ্ব মানবাধিকার দিবসে ‘ওয়ার্ল্ড হিউম্যান রাইটস ডে’ সারা বিশ্বজুড়ে বিভিন্ন মানবাধিকার সংগঠন এই দিনটি মহা সমারোহে উদযাপন করলো। সমস্ত মানবাধিকার সংগঠন তারা তাদের মতো করে পালন করেছে এই দিনটি। আমাদের দেশে এমন এক মানবাধিকার সংগঠন আছে যারা সবসময় সাধারণ মানুষের অধিকার নিয়ে কথা বলে এবং সাধারণ মানুষের জন্য বছরের পর বছর ধরে কাজ করে চলেছে তাদের মুখে অন্ন জুগিয়ে চলেছে। সর্বভারতীয় এই মানবাধিকার সংগঠনটি হলো “অল ইন্ডিয়া হিউম্যান রাইটস”। এই সংগঠনের আয়োজনে আজ বৃহস্পতিবার আসানসোলের রবীন্দ্র ভবনে আশ্রয় সম্বলহীন মানুষের জন্য খাবারের প্যাকেট, করোনা অতিমারীর কথা মাথায় রেখে হ্যান্ড সানিটাইজার, এই সময়ে কনকনে শীতকালীন সময়ের কথা ভেবে কম্বল দেওয়া হলো উপস্থিত দুঃস্থ অসহায় মানুষদের। এই অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাণ্ডবশ্বরের বিধায়ক ও আসানসোল পুরসভার এডমিনিষ্ট্রেটর শ্রী জীতেন্দ্র তিওয়ারি। অন্যান্য অতিথিদের মধ্যে ছিলেন শ্রী পূর্ণ শশী রায় (মেম্বার বি ও এ, এ এম সি), শ্রী কল্যাণ দাসগুপ্ত (এক্স বোরো চেয়ারম্যান), উপস্থিত ছিলেন অল ইন্ডিয়া হিউম্যান রাইটস এর প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান শ্রী বুম্বা মুখার্জী। এ ছাড়াও উপস্থিত ছিলেন ভলান্টিয়ার ব্ল্যাড ডোনার্স অর্গানাইজেশন এর সভাপতি শ্রী প্রবীর ধর সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। বুম্বা বাবু এই অনুষ্ঠানটি সফল করার জন্য উপস্থিত সকল অতিথিবৃন্দ এবং আশ্রয়হীন মানুষদের ধন্যবাদ জানান।

Leave a Reply

0 Comments
scroll to top