Close

আসছে নতুন শর্ট ফিল্ম “অজানা ভালোবাসা”

নিজস্ব প্রতিনিধি:এক নতুন গল্প নিয়ে আসতে চলেছে “অজানা ভালোবাসা”,এটি একটি অন্য ধরনের লাভ স্টোরি।

তিতির গাঙ্গুলি,বরুণ সমাদ্দার,শুভায়ন রায় এই তিন জনকে প্রধান চরিত্রে অভিনয় করতে দেখা যাবে।

ছবিটি এ বছর একটি জনপ্রিয় ও.টি.টি প্লাটফর্মে মুক্তি পাবে।ছবিটি প্রযোজনা করেছেন শৈলেশ শর্মা।


ছবিটি পরিচালনা করছেন শুভ্র চক্রবর্তী।দৃশ্যগ্রহনে শুভদীপ ঘোষ।

ছবির সংক্ষিপ্ত কাহিনী এরকম- রেড লাইট এলাকাতে থাকা একটি মেয়ে আর একজন দালালের ভালোবাসা আর ভালো থাকার গল্প । যেখানে কিছু অঞ্জাত কারণবসত তা পূর্ণতা পায় না। একটা সময়ের পর ভেঙেও যায় কিন্তু ভেঙে গিয়ে যে সব কিছু ফিরে পাওয়া যায় তারই গল্প।ছবির শুটিং শুরু হবে সম্ভবত ১৬মার্চ থেকে।

Leave a Reply

0 Comments
%d bloggers like this:
scroll to top