Close

আমার তোমার সবার কথা

আলাপন রায় :লকডাউনের জেরে সিঙ্গাপুরে আটকে পড়া ৩ লক্ষ শ্রমিকদের জন্য শুরু করা হল “আমার তোমার সবার কথা”। দর্পন গ্লোবাল-এর হেড শ্রেয়সী সেনের প্রচেষ্টায় ও সার্থক দাশগুপ্তের নির্দেশনায় দুই বাংলার বিশিষ্ট তারকারা এবার অকপটে বলবে নিজেদের জীবনের নাবলা কথা আর শুনবে পরিযায়ী শ্রমিকদের জীবন কাহিনী। এই বিশিষ্ট তারকাদের মধ্যে আছেন ঋতুপর্ণা সেনগুপ্ত,প্রসেনজিৎ চট্টোপাধ্যায়,ফিরদৌস আহমেদ,লোপামুদ্রা মিত্র ও মোস্তফা সরয়ার ফারুকী মতো অনেক গুণী ব্যক্তিত্বরা।ইতিমধ্যে সিঙ্গাপুর সরকার এই সমস্ত অসহায় পরিযায়ী শ্রমিকদের থাকা ও খাওয়ার ব্যবস্থা নিয়েছে। এছাড়া তাদের মধ্যে গুরুত্বপূর্ণ তথ্য পৌঁছে দেওয়ার জন্য তৈরি করা করেছে হোয়াটস অ্যাপ গ্রুপ। এবার এই দুর্দিনে তাদের মনকে সুস্থ ও সতেজ রাখতে সরকারের এ এক অভিনব প্রচেষ্টা।https://youtu.be/B-WlqlPGU18

Leave a Reply

0 Comments
%d bloggers like this:
scroll to top