আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন মাহিAuthorPosted byramizPublishedAugust 15, 20204:35 pmTwitterFacebookLinkedInShare this postShare this postClose sharing boxআন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন মাহিTwitterFacebookLinkedInPosted by ramiz on August 15, 2020. আনন্দ সংবাদ লাইভ:আন্তর্জাতিক ক্রিকেটকে আলবিদা জানালেন মহেন্দ্র সিং ধোনি । আই পি এল খেলার জন্য চেন্নাই যাবার পরে পরেই নিজের ইনস্টাগ্রাম প্রোফাইল থেকে ঘোষণা করেন আন্তজার্তিক ক্রিকেট আর খেলছেন নাহ তিনি । তিনি আইপিএল খেলা থেকে নিজেকে আপাতত নিজেকে বিরত রাখছেন না ।স্বাধীনতা দিবসের সন্ধেয় সারা দেশকে হতচকিত করে দিয়ে তিনি আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন। সোশ্যাল মিডিয়ায় ছোট্ট একটা পোস্ট, ‘আপনাদের ভালবাসা ও সমর্থনের জন্য অনেক ধন্যবাদ। সন্ধে ৭.২৯ মিনিট থেকে আমাকে অবসরপ্রাপ্ত হিসেবে গণ্য করবেন।’ এভাবে তিনি সরে যাবেন, এটা কেউ ভাবতে পেরেছিল! প্রসঙ্গত উল্লেখ্য যে ভারতের জাতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি তার শেষ আন্তর্জাতিক ম্যাচ বিগত ২০১৯ বিশ্বকাপের সেমিফাইনালে নিউজিল্যান্ডের বিপক্ষে খেলেছিলেন । ক্যাপ্টেন কুলের কমতি ভারতীয় জাতীয় দল অনুভব করবেন বলে ক্রিকেট বিশেষজ্ঞরা মনে করছেন।তার অবসরে মন ভারাক্রান্ত তার আসমুদ্র ভক্তকুল। Post Views: 1,191 Share this:TwitterFacebookTelegramWhatsAppLike this:Like Loading...