Close

‘আদিপুরুষ’-এ ভয়ঙ্কর চরিত্রে দেখা যাবে সাইফ আলি খানকে

মইদুল ইসলাম মন্ডল: আবারও বিগ বাজেটের ধামাকা নিয়ে আসতে চলেছে দক্ষিণের সিনেমা। এবার তৈরি হবে রাম-সীতার গল্পে ‘আদিপুরুষ’। এখানে রাম চরিত্রে অভিনয় করবেন ‘বাহুবলী’ খ্যাত দক্ষিণী স্টার প্রভাস।তার বিপরীতে সীতা চরিত্রে শোনা যাচ্ছে দক্ষিণের জনপ্রিয় নায়িকা কীর্তি সুরেশের নাম।তবে সিনেমার চমক ভিলেন চরিত্রে।৫০০ কোটি টাকারও বেশি বাজেটের ‘আদিপুরুষ’ ছবিতে ভিলেন চরিত্রে অভিনয় করবেন সাইফ আলি খান।ওম রাউতের পরিচালনায় গত বছর মুক্তি পেয়েছিল ‘তানহাজি : দ্য আনসং ওয়ারিয়র’।এই সিনেমায় ভয়ঙ্কর খলনায়ক চরিত্রে অভিনয় করে সবাইকে তাক লাগিয়ে দিয়েছিলেন সাইফ আলি খান।এবার তাঁরই পরিচালনায় ‘আদিপুরুষ’-এ ভিলেন হয়ে আসছেন তিনি। চরিত্রের নাম লংকেশ।এখানে ভয়ঙ্কর এক চরিত্রে দেখা যাবে সাইফকে। যে কারণে নিজের চেহারা ও শরীরে অনেক পরিবর্তন আনতে হচ্ছে তাকে। এর আগেও বেশ কয়েকটি ছবিতে খল নায়কের ভূমিকায় কাজ করলেও এই চরিত্রটিকে নিজের কেরিয়ারের জন্য মাইলফলক হিসেবে দাবি করছেন এই অভিনেতা। ধারণা করা হচ্ছে লংকেশ চরিত্রটি আসলে রাবণের।সাইফ আলি খান ছবিটিতে অভিনয় করছেন এটি চূড়ান্ত হওয়ার পর প্রিয় অভিনেতাকে শুভেচ্ছা জানিয়েছেন ছবির নায়ক প্রভাস। তিনি জানিয়েছেন, ‘আমি খুবই উৎসুক হয়ে রয়েছি সাইফ আলি খানের সঙ্গে অভিনয় করতে। তিনি একজন মহান অভিনেতা। তার সঙ্গে অভিনয় করা দারুন আনন্দের।’সাইফ আলি খানও প্রভাসের সঙ্গে স্ক্রিন শেয়ার করতে মুখিয়ে আছেন।তিনি এক বলেছেন,‘আবারও ওম রাউত-এর সঙ্গে কাজ করতে যাচ্ছি। গত বছর তার সঙ্গে ‘তানাজি’ ছবিতে অভিনয় করে প্রশংসা পেয়েছিলাম। তিনি খুব যত্ন করে ছবি বানান। তার সঙ্গে আবারও ভিলেন হিসেবে কাজ করতে যাচ্ছি ভেবে ভালো লাগছে। সেইসঙ্গে ভারতের তুমুল জনপ্রিয় অভিনেতা প্রভাসের সঙ্গেও অভিনয়ের অভিজ্ঞতা হবে।’পরিচালক ওম রাউত বলেন, ‘ঐতিহাসিক ছবিগুলোতে ভিলেনরা খুবই শক্তিশালী হয়। সেইসব চরিত্র ফুটিয়ে তুলতে ভালো ও দক্ষ অভিনেতার প্রয়োজন। সাইফ আলি খানকে আমার ‘আদিপুরুষ’-এর ভয়ঙ্কর চরিত্রে পারফেক্ট মনে হয়েছে।’এ ছবিটি হিন্দি ও তেলেগু ভাষায় তৈরি হবে। এটি বিভিন্ন রাজ্যের দর্শকের জন্য তামিল, মালায়াম, কান্নাড়া সহ বেশ কিছু ভাষায় ডাবিং করা হবে। পুরোপুরি থ্রিডিতে শুটিং করা হবে এই ছবি। এর গ্রাফিক্স ও ভিএফএক্সের জন্য কাজ করবে বিশ্বখ্যাতি টিভি সিরিজ ‘গেম অব থ্রোনস’-এর টিম।ছবিটির প্রযোজনা করছেন ভূষণ কুমার এরইমধ্যে ছবিটি নিয়ে দর্শকের মধ্যে দারুণ উত্তেজনা দেখা দিয়েছে।এখন ছবিটির প্রি প্রোডাকশনের কাজ চলছে।সম্ভবত শুটিং শুরু হবে ২০২১ সালে এবং ২০২২ সালের প্রথমদিকে মুক্তি পাবে ‘আদিপুরুষ’।

Leave a Reply

0 Comments
%d bloggers like this:
scroll to top