আড়িয়াদহের প্রতিবিম্ব আয়োজিত দশম বর্ষের আলোকচিত্র প্রদর্শনী শুরু হল কলকাতার অ্যাকাডেমী অফ ফাইন আর্টসের নিউ সাউথ গ্যালারিতে। একাধিক আলোকচিত্র শিল্পীদের ক্যামেরাতে তোলা ছবি দিয়ে সাজানো এই প্রদর্শনী। রঙিন ছবির পাশাপাশি সাদা কালো ছবিও প্রদর্শনীতে জায়গা করে নিয়েছে। অনেক ছবি আবার দেশ বিদেশের পুরষ্কার প্রাপ্ত। ১লা ডিসেম্বর থেকে শুরু হয়ে ৬ ই ডিসেম্বর পর্যন্ত এই প্রদর্শনী চলে। যা দেখতে ইতিমধ্যে সাধারণ মানুষের উপস্থিতি ছিল চোখে পড়ার মত। প্রতিবিম্বর আলোকচিত্র শিল্পীদের মধ্যে ছিলেন অসীম কুমার চৌধুরী, অরিন্দম ভট্টাচার্য, সনৎ হালদার, চঞ্চল সিনহা, স্বপন পান্ডা, অর্পিতা অধিকারী, মাসুম ফাদিকার, নিখিল ব্রক্ষ্ম, দেবাশীষ ফাদিকার, চিন্ময় চ্যাটার্জি ও তৃষিত দাস। উদ্যোক্তারা জানান , আগামী দিনে তরুণ প্রজন্মের মনে ফটোগ্ৰাফিকে উৎসাহ দেওয়ার লক্ষে এই ধরণের প্রদর্শনী আরও করবে।