Close

আগামী ২রা এপ্রিল জমজমাট তপন থিয়েটার

সমবেত নাট্য প্রয়াস

নিজস্ব প্রতিনিধি:সারাবছর ব্যাপী নানান থিয়েটারি কর্মকাণ্ডের মধ্য দিয়ে নেতাজীনগর সরস্বতী নাট্যশালা এগিয়ে চলেছে, সেটি থিয়েটার সংক্রান্ত সেমিনার ,ওর্য়াকসপ , নাট্যোৎসব এবং নিজেদের প্রযোজনা উপস্থাপনা করাই হোক। এবার তারা আয়োজন করেছে একটি সমবেত নাট্যপ্রয়াস । আগামী ২রা এপ্রিল গুড ফ্রাইডের দিন কলকাতার তপন থিয়েটারে দুপুর ৩ টে থেকে মঞ্চস্থ হবে পরপর চারটি নাটক । দলের মুখ্য জনসংযোগ আধিকারিক সৌরজিৎ বসু জানালেন দুপুর ৩ টেয় অ্যাক্টোম্যানিয়া প্রযোজিত হিন্দি নাটক ” দিগদর্শক ” মঞ্চস্থ হবে , যার নির্দেশনায় দেব প্রকাশ ব্যানার্জী । বিকাল ৪-৩০ মিনিটে উদীচী গোবরডাঙা প্রযোজিত জয়দীপ বিশ্বাস নির্দেশিত ” উড়োমেঘ ” অভিনীত হবে সেদিন । তারপর সন্ধ্যা ৬-১৫ মিনিটে সরস্বতী নাট্যশালার নিজস্ব প্রযোজনা ” বিবেকনামা ” , যার নির্দেশনায় জয়েশ ল । শেষ নাটক সন্ধ্যা ৭-৩০ মিনিটে উষ্ণিক প্রযোজিত ঈশিতা মুখোপাধ্যায় নির্দেশিত এবং সীমা মুখোপাধ্যায় ও শুভাশিস মুখোপাধ্যায় অভিনীত নাটক ” না-কথা ” মঞ্চস্থ হবে ।।

Leave a Reply

0 Comments
%d bloggers like this:
scroll to top