Close

আগামী প্রজেক্টের কথা ঘোষণা করলো Fashion Fuss Production House

নিজস্ব প্রতিনিধি:লঞ্চ হওয়ার মাত্র ২৩ দিনের মাথায় জমকালো সেলিব্রেশনের মাধ্যমে তাদের আগামী প্রজেক্টের কথা ঘোষণা করলো Fashion Fuss Production House। গত সোমবার দ: কলকাতার এক ক্যাফেতে অনুষ্ঠিত হওয়া এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ ড: রুদ্ররুপ গুপ্ত, চিত্র পরিচালক প্রিয়দর্শী ব্যানার্জী, বিশিষ্ট সঙ্গীত শিল্পী অনিক তৃপন, প্রোডাকশনের তিন কর্ণধার শুভ্রজিত, সৌরভ ও তমোনাশ সহ প্রোডাকশনের প্রায় সমস্ত টিম মেম্বার। আগামী দিনে আরও ভালো কাজের মাধ্যমে মডেলিং জগতে নতুন প্রতিভা অন্বেষণের খোঁজ চালিয়ে যাবেন বলে আশাবাদী সংস্থার কর্তারা।

Leave a Reply

0 Comments
%d bloggers like this:
scroll to top