Close

আইএনআইএফডি সল্টলেক ( INIFD Saltlake)-এর জমজমাট বাৎসরিক অনুষ্ঠান ‘Thesaurus 2023’

নিজস্ব প্রতিবেদক:শুক্রবার সল্টলেকের ‘ইস্টার্ন জোনাল কালচারাল সেন্টার’ (Eastern Zonal Cultural Centre)এ অনুষ্ঠিত হয়ে গেল আইএনআইএফডি সল্টলেক ( INIFD Saltlake)-এর ২৭তম বার্ষিক উৎসব ‘Thesaurus 2023’|

নাট্যকার,নাট্যনির্দেশক অভিনেতা চন্দন সেন (Chandan Sen) এই অনুষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

ফ্যাশন ডিজাইন সংস্থার কেন্দ্রীয় প্রবন্ধক অর্ণব রায় (Arnab Roy, Centre Manager, INIFD Saltlake) জানান, “এই বছর ২৭ তম বার্ষিক উৎসব পালন করছে আইএনআইএফডি।”
সংস্থার ফ্যাশন ডিজাইন বিভাগের বিভাগীয় প্রধান জন সেনগুপ্ত (John Sengupta, HoD Fashion Designing, INIFD Saltlake) জানান, “বিশ্বমানের ফ্যাশন ডিজাইন শেখানোর এই প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এবার ‘থেসাওরাস’ (Thesaurus) নামাঙ্কিত বার্ষিক উৎসব পালন করছে।”
অন্যদিকে সংস্থার ইন্টিরিয়র ডিজাইন বিভাগের বিভাগীয় প্রধান শ্রীময়ী ঘোষ (Shreemoyee Ghosh, HoD, Interior Designing, INIFD Saltlake) বলেন, “শিক্ষার্থীদের লুকনো প্রতিভাগুলোকে আমাদের বার্ষিক উৎসবের মাধ্যমে আমরা সর্বসাধারণের সামনে উন্মোচন করি। এই উৎসবের একদিকে যেমন থাকে বিভিন্ন বিভাগীয় প্রতিস্পর্ধা (Competition), তেমনই থাকে অধিগত বিদ্যার প্রদর্শনের সুযোগ।”

১,৫০০ এই ইনস্টিটিউট-এর ও বহিরাগত ৫ শতাধিক পড়ুয়াদের কোলাহলে মুখরিত ছিল এদিনের ইজেডসিসি চত্ত্বর।

সন্ধ্যায় আইএনআইএফডি-র শিক্ষার্থীদের উৎসাহিত করতে উৎসবে হাজির হয়েছিলেন টলিউড ফিল্ম ইণ্ডাস্ট্রীর অভিনেত্রী মাহি কর (Mahi Kar, Actress, Tollywood)।

Leave a Reply

0 Comments
%d bloggers like this:
scroll to top