Close

অরূপ মিউজিক-এর প্রথম নিবেদন ‘চিরদিনই তুমি যে আমার’ আসছে এই পুজোতেই

নিজস্ব প্রতিনিধি:কিশোর কুমারের কন্ঠে ‘চিরদিনই তুমি যে আমার’ গানটি শুনলে আপামর বাঙালি কেমন যেন নস্টালজিক হয়ে যায়।বাঙালির কাছে এই গান চিরকাল নতুন।

এই পুজোয় অরূপ মিউজিক থেকে জয় মিত্রর সঙ্গীত পরিচালনায় এই গানটি আবার নতুন করে আসতে চলেছে।সঙ্গীত পরিচালনার পাশাপাশি গানটিতে কণ্ঠ দিয়েছেন জয় মিত্র।

এই মিউজিক ভিডিও তে মুখ্য ভূমিকায় জুটি বাঁধতে চলেছেন অরূপ বিশ্বাস ও তৃষা ঘোষ।

অরূপ মিউজিকের কর্ণধার অরূপ বিশ্বাসের কাছে জানা গেল আগস্ট মাসে লাদাখে মিউজিক ভিডিওটির শুটিং হবে এবং আগামী দুর্গা পুজোতেই দর্শক শ্রোতারা দেখতে ও শুনতে পারবে।

Leave a Reply

0 Comments
%d bloggers like this:
scroll to top