Close

অন্তঃসত্ত্বা অভিনেত্রী পূজা বন্দ্যোপাধ্যায়, লকডউনে সেরে ফেলেছিলেন রেজিস্ট্রি বিয়ে

✍️পৃথা ঘোষ

পূজা ও কুনাল

চলতি বছরের ১৫ এপ্রিল সামাজিক রীতিনীতি মেনে সাত পাকে বাঁধা পড়তে চলেছিলেন পূজা -কুনাল। লকডউনের দৌলতে তা আর সম্ভব হয় ওঠেনি। শেষ মেষ ১৫ এপ্রিল নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে দুজনের সিঁদুর খেলার একটি ছবি পোস্ট করে অভিনেত্রী জানান , এই পরিস্থিতিতে সামাজিক বন্ধনে আবদ্ধ হতে না পারলেও,তারা রেজিস্ট্রি বিয়ে সেরে ফেলেছেন। তিনি আরও বলেন, বিয়ের জন্য গুছিয়ে রাখা টাকা তারা করোনা তহবিলে দান করবেন।


এরপরে আগস্টে এল সেই সুসংবাদ। অভিনেত্রী জানান, তিনি মা হতে চলেছেন। নিজেদের আবেগঘন মুহূর্তের একটি ছবি শেয়ার করে লেখেন,#soontobemommy#soontobepapa#soontobeparents@Kunalverma

বর্তমানে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ছবিতে পূজার বেবি বাম্প স্পষ্ট বোঝা যাচ্ছে। জাতীয় সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, প্রায় এক দশক ধরে কুনাল এবং তিনি সম্পর্কে আছেন। বিয়ের পর কুনাল আরও বেশি লাভিং অ্যান্ড কেয়ারিং পার্সন হয়ে উঠেছেন।

প্রসঙ্গত,পূজা বাংলা-হিন্দি পর্দার পরিচিত মুখ।একধিক বাংলা ছবিতে তিনি অভিনয় করেছেন। হিন্দিতে জনপ্রিয় সিরিয়াল,নন ফিকশন শো, সিনেমার পর্দাতেও দৃষ্টি আকর্ষণ করেছেন বারবার।এই বছরে তিনি ‘ মা বৈষ্ণদেবী’ সিরিয়ালে কাজ করছিলেন। যদিও জুন মাসে একটি বিবৃতির মাধ্যমে তিনি জানান, ব্যক্তিগত কারণে তিনি আর এই সিরিয়ালের অংশ হতে পারবেন না।আর তারপরেই প্রকাশ্যে এল এই খবর।সব কিছু স্বাভাবিক থাকলে আগামী বছর দর্শক আবার তাকে পর্দায় দেখতে পাবেন। শুধু তাই নয় সন্তান জন্ম নেওয়ার পর তারা সামাজিক নিয়ম মেনে বিয়েও করবেন

Leave a Reply

0 Comments
%d bloggers like this:
scroll to top