Close

অনুষ্ঠিত হলো গোবরডাঙ্গা কথাপ্রসঙ্গ নাট্য দলের নাট্য উৎসব ২০২৩


✍️By Anando Sangbad Live Correspondent
গোবরডাঙ্গা পৌর টাউন হল (প্রমথনাথ বসু মেমোরিয়াল হলে) সম্প্রতি অনুষ্ঠিত হল গোবরডাঙ্গার কথাপ্রসঙ্গ তিন দিনের নাট্য উৎসব ২০২৩। গোবরডাঙ্গা কথাপ্রসঙ্গ নাট্য দল ২০০০ সালে তাদের পথ চলা শুরু করে। এই উৎসবের শুভ সূচনা করেন গোবরডাঙ্গা পৌরসভার পৌর প্রধান শঙ্কর দত্ত । এছাড়াও উপস্থিত ছিলেন নাট্য নির্দেশক আশিস দাস, শ্যমল দত্ত সহ বিশিষ্ট জনেরা। এদিন অতিথিদের সম্বর্ধনা জ্ঞাপন অনুষ্ঠানের পর দুটি নাটক মঞ্চস্থ হয়। তিন দিনব্যাপী এই কথাপ্রসঙ্গ নাট্য উৎসবে প্রতিদিনই ছিল দুটি করে নাটক। এই উৎসবে দুদিন ধরে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলা থেকে আগত প্রায় ১০ এর ও অধিক স্কুলের ছাত্র-ছাত্রী নিয়ে “বিদ্যালয় থেকে মঞ্চে” আন্ত বিদ্যালয় নাট্য প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিলো। আরও উল্লেখযোগ্য বিষয় গোবরডাঙ্গায় এই প্রথম ৩০ এর ও অধিক শিল্পী সমন্বয় গোবরডাঙ্গা পৌর টাউন হলের সন্মুখে এক বিশাল চিত্র প্রদর্শনীর আয়োজন করা হয়েছিলো সংস্থার পক্ষ থেকে।
কথাপ্রসঙ্গ নাট্য সংস্থার কর্ণধার বিকাশ বিশ্বাস বলেন এবারের নাট্য উৎসবে প্রতিদিনই বাছা বাছা ২টি করে নাটক ছিল।আমাদের এবারের নাট্য উৎসবে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলা থেকে আগত প্রায় ১০ এর ও অধিক স্কুলের ছাত্র-ছাত্রী নিয়ে আন্ত বিদ্যালয় নাট্য প্রতিযোগিতা ও চিত্র প্রদর্শনী, ৩০ এর ও অধিক শিল্পী সমন্বয় গোবরডাঙ্গা পৌর টাউন হলের সন্মুখে এক বিশাল চিত্র প্রদর্শনী আয়োজন করেছিলাম। সবমিলিয়ে বলাই যায় কথা প্রসঙ্গের এই উৎসব সব দিকদিয়ে সফল।

Leave a Reply

0 Comments
%d bloggers like this:
scroll to top