NEET এর প্রস্তুতি ও কেরিয়ার নিয়ে আসানসোলে কর্মশালাAuthorPosted byramizPublishedAugust 29, 20206:16 pmTwitterFacebookLinkedInShare this postShare this postClose sharing boxNEET এর প্রস্তুতি ও কেরিয়ার নিয়ে আসানসোলে কর্মশালাTwitterFacebookLinkedInPosted by ramiz on August 29, 2020. Maidul Mondal: NEET পরীক্ষার প্রস্তুতি ও পড়াশোনার কেরিয়ার নিয়ে আসানসোলের ব্যারেট স্কুলে শনিবার হয়ে গেল এক কর্মশালা। মুখ্য বিষয় ছিল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার পর কোন কোন বিষয়ে পড়াশোনা করা যায় এবং বিশেষত ডাক্তারি পড়ার ভর্তি পরীক্ষা NEET-এর প্রস্তুতি কেমন হবে তাই নিয়ে বিশদ আলোচনা। শনিবার অনুষ্ঠিত এই কর্মশালায় উপস্থিত ছিলেন কলকাতার বিশেষজ্ঞ শিক্ষকগণ। কর্মশালায় অংশ নিয়েছিলেন আসানসোলের বিভিন্ন অঞ্চলের অভিভাবকরা । কর্মশালা পরিচালনা করেন বিশিষ্ট শিক্ষক নায়ীমুল হক, জসিম উদ্দিন মন্ডল, পান্থ মল্লিক, সাহাবুল ইসলাম, মনোময় সামন্ত প্রমুখ। স্যান্ডফোর্ড অ্যাকাডেমির উদ্যোগে এই কর্মশালার সার্বিক তত্ত্বাবধানে ছিল আসানসোলের সামন্ত ইনস্টিটিউট। Post Views: 1,231 Share this:TwitterFacebookTelegramWhatsAppLike this:Like Loading...
Vidyamandir Classes launches Rapid Success Program to support 12 pass students preparing for IITJEE/ NEET exams