নিজস্ব প্রতিনিধি:বাঙালি মানেই ভোজন রসিক। কব্জি ডুবিয়ে খাওয়া-দাওয়া বাঙালি মাত্রই পছন্দ করেন। খাওয়া-দাওয়া ভালোবাসে না এমন বাঙালি পাওয়া বিরল। পরিবারের দাদু-দিদাদের বাঙালি খাবার না হলে মন ভরে না। আবার বাবা-মায়েদের পছন্দের খাবার মোগলাই। আর ছোটদের পছন্দের তালিকায় রয়েছে চাইনিজ,মোমো,বিরিয়ানি ইত্যাদি বিভিন্ন ধরণের মুখরোচক খাবার। কিন্তু এই সমস্ত বিভিন্ন ধরনের মুচরোচক খাবার একসঙ্গে রেস্টুরেন্টে গিয়ে খেতে বাদসেধেছে কোভিড পরিস্থিতি। তবে অনলাইন কিন্তু খোলা। বুক করলেই মিলবে CULINARY ARTZ-এ একই ছাদের তলায় বাঙালি,চাইনিজ, মোগলাই, বিরিয়ানি, মোমো ইত্যাদি সব ধরণের পছন্দের খাবার। অর্থাৎ এককথায় বলা যায় পরিবারের সকলেরই মনের মতো পছন্দসই বিভিন্ন ধরণের ভালো মানের খাবার। রবিবার দক্ষিণ কলকাতায় দ্য কমন রুমে হয়ে গেল CULINARY ARTZ-এর জাঁকজমকপূর্ণ উদ্বোধন। এই আনুষ্ঠানিক উদ্বোধনে উপস্থিত ছিলেন উপস্থিত ছিলেন শ্রীলেখা মিত্র ,সাহেব চট্টোপাধ্যায়,অ্যাডলিনা গঙ্গোপাধ্যায়,প্রেরণা ভট্টাচার্য,পারিজাত চক্রবর্তী , ইন্দ্রজিৎ লাহিড়ি এবং মডেল সুস্মিতা, মেঘনা ও নিক রামপাল প্রমুখ। কেক কেটে অনুষ্ঠানের শুভ সূচনা করেন শ্রীলেখা মিত্র ও সাহেব চট্টোপাধ্যায়।
CulinaryArtz.com এর কর্ণধার কৌশিক শের গঙ্গোপাধ্যায় জানালেন,”আমরা খুব রিজনেবেল মূল্যে আমাদের খাবার পৌঁছে দিতে পারবো।সব ধরণের খাবার আমাদের সংস্থা পরিবেশন করবে।ভোজন রসিকরা আমাদের ওয়েবসাইট,ফেসবুক পেজের মাধ্যমে খাবার অর্ডার দিতে পারবে।
আনুষ্ঠানিক উদ্বোধনের বিভিন্ন মুহূর্তের ছবি ক্যামেরাবন্দি করলেন আনন্দ সংবাদ-এর প্রধান চিত্রগ্রাহক বিশ্বজিত সাহা