Close

BKC…… বাঙালীর কাঁকড়া কালচার!

“বাংলা যা ভাবে আজ, ভারত তা ভাবে কাল”, গোপালকৃষ্ণ গোখলের এই উক্তি গত একশো বছরে অনেক ম্লান হয়ে গেছে। বাঙালিরা এখন কাঁকড়া সংস্কৃতিতে পারদর্শী হয়ে উঠেছে। এখনকার নির্বাচনী ইশতেহারগুলো পড়লে দেখা যায় তাতে অনেকগুলো প্রতিশ্রুতি করা হয়েছে কিন্তু সেগুলো কার্যকর করার কোনো পদ্ধতির উল্লেখ নেই। বাঙালি আজ আদর্শহীন হয়ে পড়েছে এবং সুন্দর কে প্রত্যাখ্যান করে এ ওর পা টানাটানি তে ব্যাস্ত হয়েছে ।

এই পরিস্থিতিকে তুলে ধরতে তৈরি হয়েছে BKC, যা কিনা একটি সাঙ্গীতিক প্রহসন মূলক চলচ্চিত্র এবং বাঙালির কাঁকড়া সংস্কৃতির উন্মোচন।
BKC তে অভিনয় করেছেন খরাজ মুখোপাধ্যায়, শ্রীলেখা মিত্র, হানি বাফনা, অশোক বিশ্বনাথন, সায়ন্তনী গুহঠাকুরতা এবং উদিতা লার্নিং এর ছাত্র ছাত্রীগণ।

ছবিটির মূল ভাবনা এবং চিত্রনাট্য : আলেখ্য তলাপত্র,

সঙ্গীত পরিচালনা : বিশ্ববিজয় সেন,

চিত্রগ্রহণ : শান্তনু বন্দোপাধ্যায়,

সম্পাদনা : সৌনক রায়,

গীত রচনা : সৌভিক দে ,

প্রযোজনা নিয়ন্ত্রন : ভিকি হোর।

ছবিটি পরিচালনা করেছেন তাপসী রায়।

BKC ভিডিওটি দেখা যাবে এঞ্জেল ডিজিটাল ইউটিউব চ্যানেল এ এবং গান শোনা যাবে Wynk music, Hungama music, Amazon Prime music, Jiosaavn, Resso

Leave a Reply

0 Comments
scroll to top