গোপাল দেবনাথ:ভার্সেটাইল গায়ক কিশোর কুমার এর নাম শুনলেই আপামর সংগীত প্রেমীদের হৃদয় দুলে ওঠে। গত ২০২০ সাল এবং ২০২১ সাল করোনা অতিমারীর ভয়ংকর চোখ রাঙানি গত দুবছর আমাদের সাময়িক ভাবে সব ধরণের আনন্দ উৎসব স্তব্ধ করে দিলেও বর্তমান বছরে তারানা মিউজিক্যাল গ্রুপ আমাদের আপামর বাঙালি সহ নানা জাতির প্রাণের শিল্পী শ্রদ্ধেয় কিশোর কুমারের ৯৩ তম জন্মদিন সাড়ম্বরে পালন করল গত ১৪ আগস্ট রবিবার জোড়াসাঁকো রথীন্দ্র মঞ্চে। উপস্থিত ছিলেন এই সমাজের বিশিষ্ট ব্যক্তিবর্গ, শিল্পী সহ গুনীজন। উল্লেখযোগ্য অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন মাননীয় হাইকোর্টের মহামান্য বিচারক শিবকান্ত প্রসাদ। বিশিষ্ট কলাকুশলীদের মধ্যে ছিলেন শিল্পী গৌতম ঘোষ, টোটোন কুমার, দিলীপ রায়, দীপান্বিতা রায়, অনিন্দিতা চক্রবর্তী, মৃত্যুন হাজরা, অভিরাজ দাশগুপ্ত, সঙ্গীতা ব্যানার্জী, অনীশা ঘোষ, গুড্ডু সহ অন্যান্য শিল্পীবৃন্দ। এছাড়াও উপস্থিত ছিলেন আগামী প্রজন্মের শিল্পীবৃন্দ। এই সাংস্কৃতিক সংস্থার কর্নধার ও প্রধান ব্যক্তি দেবাশীষ বাগ এর বক্তব্যের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা হয়। শ্রাবনের ধারা অবিরত ঝড়তে থাকার কারনে অনুষ্ঠানের শুরুতে গুনগ্রাহীদের উপস্থিতি প্রথম দিকে কম থাকলেও পরবর্তী সময়ে সমগ্র অনুষ্ঠানটিতে দর্শকবৃন্দের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। কিশোর কুমার কে গানে গানে শ্রদ্ধা জানিয়ে সমগ্র অনুষ্ঠানটি অত্যন্ত সুন্দর ভাবে শেষ হয়। আয়োজক দেবাশীষ বাবু অনুষ্ঠানটি সুন্দর ভাবে সম্পন্ন হওয়ার জন্য উপস্থিত সকল কে কৃতজ্ঞতা জানান।