আলু: দুই বা তিনটি আলু থেকে রস বের করে নিন। এতে এক টেবিল চামচ মধু, একটি ডিমের সাদা অংশ এবং সামান্য জল মিক্সড করে নিন। মিশ্রণটি মাথায় দিয়ে ৩০ মিনিট পর চুল জল দিয়ে ধুয়ে নিন। রসুন: চুলের গোড়ায় রসুনের টাটকা রস ঘসুন। এতে চুল পুনরায় গজাতে সহায়তা করবে।
পেঁয়াজ: এক ফালি পেঁয়াজের রস বের করে নিন। এতে দুই চা চামচ মধু দিন।যাদের পেঁয়াজের গন্ধ সহ্য হয় না, তারা গোলাপজল মেশাতে পারেন। সব উপকরণ ভালো করে মিশিয়ে চুলের গোড়ায় লাগান। ঘণ্টাখানেক পর ধুয়ে নিন।
ধনেপাতা: টাটকা ধনেপাতা কেটে জল মিশিয়ে পেস্ট তৈরি করে নিন। এই রস মাথার ত্বকে লাগান। এক ঘণ্টা পর জল দিয়ে ধুয়ে নিন। গাজর: কয়েকটি গাজর সিদ্ধ করে নিন।সিদ্ধ করা জলসহ গাজর মিশ্রণ করে নিন। পেস্টটি মাথার ত্বকে লাগান এবং ৩০ মিনিট পর ধুয়ে নিন। উপরের নিয়মগুলো অনুসরণ করলে চুল স্বাস্থ্যজ্বল থাকবে