✍️By Ramiz Ali Ahmed
অবশেষে মুক্তি পেতে চলেছে বাংলা চলচ্চিত্র জগতের অন্যতম কিংবদন্তি সৌমিত্র চট্টোপাধ্যায় অভিনীত শেষ ছবি ‘তখন কুয়াশা ছিল’।
১৯৮৫ সালের সৈয়দ মুস্তাফা সিরাজের উপন্যাস ‘তখন কুয়াশা ছিল’ অবলম্বনে তৈরি হয়েছে এই ছবি।
ছবির চিত্রনাট্য বুনেছেন পরিচালক শৈবাল মিত্র।রাজনৈতিক প্রেক্ষাপটে তৈরি এই ছবি যেকোনো সময়েই প্রাসঙ্গিক।
শৈবাল মিত্র পরিচালিত এই ছবিতে সৌমিত্র চট্টোপাধ্যায় ছাড়াও আছেন শাশ্বত চট্টপাধ্যায়, বাসবদত্ত চট্টোপাধ্যায়,অঙ্কিতা মজুমদার,বরুণ চক্রবর্তী প্রমুখ।সঙ্গীত পরিচালনা করেছেন তেজেন্দ্র নারায়ণ মজুমদার।
প্রদীপ চুড়িয়াল নিবেদিত ছবিটির প্রযোজনা ম্যাকনীল মিডিয়া প্রাইভেট লিমিটেডের।আগামী ৫ নভেম্বর বড়পর্দায় মুক্তি পেতে চলেছে বহু প্রতিক্ষিত ছবি ‘তখন কুয়াশা ছিল’।
প্রদীপ চুড়িয়াল নিবেদিত ছবিটির প্রযোজনা ম্যাকনীল মিডিয়া প্রাইভেট লিমিটেডের।
ছবি:প্রকাশ পাইন