✍️সেখ হাসান ইমাম
(বিশিষ্ট শিক্ষাবিদ,সাহিত্যিক ও কবি)
অবহেলায় দিলে জীবন
দৃপ্ত কিশাের কীসের তরে ?
অভিমানী ফুল্ল কুসুম
তােমার তরে অশ্রু ঝরে ।
তুমি আমার কেউ ছিলে না
তবু তােমায় লাগত ভালাে ,
যাতায়াতের পথের ধারে
মুচকি হাসি ভােরের আলাে।
জানি না তাে কোথায় আছ
বাদলঝরা এই সকালে
কখনও আসবে কি আর
পথ হারিয়ে মনের ভুলে ?
চারাগাছটি করব তরু
এই ছিল মাের জীবনব্রত ,
এলে না তাে মাের বাগানে
এমনি হায় ভাগ্য হত !
বীর ক্ষুদিরাম বলেছিল
আসবে নাকি মাসির কোলে
কথা দিলাম ক্ষুন্ন কিশাের
নেব তােমায় বুকে তুলে ।