Close

৯৩তম জন্মদিনে তুমুল নেচে ভাইরাল ডিরেক্টর-প্রোডিউসার পীযুষ সাহার দিদিমা

আলাপন রায়: বয়স যে কোনো ক্ষেত্রে বাঁধা হয়ে দাঁড়ায় না আর মনের যে কোনো বয়স হয় না ,তা এবার প্রমাণ করে দিলেন ৯৩ বর্ষীয় এই দিদিমা । নিজের ৯৩ তম জন্মদিনে বিখ্যাত হিন্দি সিনেমা “সিম্বা” -র “আঁখ মারে” গানে নাচ দেখিয়ে ভাইরাল হলেন জনপ্রিয় বাংলা পরিচালক পীযুষ সাহার দিদিমা সুরমা সাহা। ভিডিও টিতে দেখা যাচ্ছে , সাদা কাপড় পড়ে , মাথায় তিলক লাগিয়ে, কাউকে তোয়াক্কা না করেই নিজের মনের আনন্দে নেঁচে যাচ্ছেন তিনি । পীযুষ সাহা আরও জানান ,তিনি অনেক নতুন প্রতিভাবান মানুষদের সিনেমায় প্রদর্শিত করেছেন । তবে নিজের দিদিমাকে এইভাবে জনপ্রিয় হতে দেখে বেজায় খুশি পরিবারের সকল সদস্যরা । তিনি বলেন আজও বিজয়া দশমীতে কিংবা জন্মাষ্টমীতে দিদিমার হাতের চিঁড়েমাখা কিংবা জন্মাষ্টমীর ভোগ খেতে দূর-দুরন্ত থেকে ছুটে আসে পরিবারের সমস্ত সদস্যরা ।বলাই বাহুল্য, ইচ্ছা থাকলে যে মানুষ সবকিছু করতে পারে তা সবাইকে বুঝিয়ে দিলেন এই দিদিমা। করোনা আবহে দিদিমার এই ভিডিও সমাজ কে দিল এক নতুন বাঁচার আশ্বাস ।

https://m.facebook.com/story.php?story_fbid=3381634091858515&id=100000358715338

Leave a Reply

0 Comments
scroll to top