Close

১০ জুন মুক্তি পেতে চলেছে ‘প্রাপ্তি’

নিজস্ব প্রতিবেদক:বুদ্ধদেব গুহর গল্প ‘প্রাপ্তি’ অবলম্বনে পরিচালক অনুরাগ পতি তৈরি করেছেন তাঁর ছবি প্রাপ্তি’ (Receipt)।

ইতিমধ্যেই ২৭ তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে পুরস্কৃত হয়েছে ছবিটি। ভারতীয় ভাষার ছবি হিসেবে বিশেষ জুরি পুরস্কার ‘হীরালাল সেন মেমোরিয়াল অ্যাওয়ার্ড’ পেয়েছে এই ছবি।’প্রাপ্তি’ ১০ জুন মুক্তি পেতে চলেছে সমদর্শী দত্ত, প্রত্যুষা রোজলিন, দেবদূত ঘোষ অভিনীত ছবি ‘প্রাপ্তি’।

সম্প্রতি কলকাতার একটি অভিজাত হোটেলে হয়ে গেল এই ছবির মিউজিক লঞ্চ।

ছবির সঙ্গীত পরিচালনা করেছেন শ্রবণ ভট্টাচার্য। রেখা ভরদ্বাজ গান গেয়েছেন এই ছবিতে। এছাড়া অমৃতা সিংহ এবং শ্রবণ নিজেও গেয়েছেন। ছবির গানগুলো দর্শকদের প্রশংসা কুড়োচ্ছে । গানের কথা লিখেছেন ঋতম সেন।
ছবি:প্রকাশ পাইন

Leave a Reply

Leave a comment
scroll to top