নিজস্ব প্রতিনিধি:হোমিওপ্যাথিক মেডিকেল অ্যাসোসিয়েশন অব ইন্ডিয়ার (এইচওএমআই)কলকাতার এক অনুষ্ঠানে অ্যাসোচেম আয়ুষ ন্যাশনাল টাস্ক ফোর্স-এর চেয়ারম্যান ডা: সুদীপ্ত রায়কে সংবর্ধনা দেওয়া হয়। অনুষ্ঠানে হোমিওপ্যাথিক মেডিকেল অ্যাসোসিয়েশন অব ইন্ডিয়ার (এইচওএমআই) জাতীয় সভাপতি ডা: রামজি সিং উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের আয়োজক ছিলেন সংগঠনের জাতীয় যুগ্ম সম্পাদক ডা: শাহিদুল ইসলাম। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ডা: অরুণ ভাসতে, ডা: সুরেশ নাদাল প্রমুখ।
ডা: রায় তার ভাষণে হোমিওপ্যাথি চিকিৎসকদের জাতীয় প্রস্তাবিত ৫ ট্রিলিয়ন ডলার আর্থিক উন্নয়নে সামিল হওয়ার আহ্বান জানান। সাম্প্রতিক অতিমারির সময়ে প্রথম ৯ মাসে আয়ুষ ক্ষেত্রে ৪৪ শতাংশ বৃদ্ধিতে সকলেই উৎসাহিত। ডা: রায় জানান, হোমিওপ্যাথি পণ্য ২০২৭ সালের মধ্যে ১৮.৫ বিলিয়ন মার্কিন ডলার ব্যবসা করবে বলে এক সমীক্ষায় জানানো হয়েছে। এব্যপারে ভারতের উল্লেখযোগ্য ভূমিকার উপরও নির্ভরতা রয়েছে।
আয়ুষ মন্ত্রক আয়ুষকে আন্তর্জাতিক আঙিনায় নিয়ে যাওয়ার ক্ষেত্রে খুবই আশাবাদী, এজন্য হোমিওপ্যাথির দ্বিতীয় বিশ্বব্যাপী চিকিৎসা ব্যবহার হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে।
তবে অতিমারী মোকাবিলায় সংবদ্ধ চিকিৎসা পদ্ধতিকেই অনুসরণ করতে হবে। ওমিক্রন প্রতিরোধে আয়ুষ মন্ত্রক করোনা প্রতিরোধের জন্য আর্সেনিক অ্যালবাম-এর মতো কোনোও ব্যবস্থা দিতে এগিয়ে আসবে। অ্যাসোচেম হোমিওপ্যাথি হাব নির্মাণে পশ্চিমবঙ্গ সরকার ও আয়ুষ মন্ত্রককে এগিয়ে আসার আহ্বান জানান। এতেই আয়ুষের বিশ্বায়নে হোমিওপ্যাথির সঠিক অবদান নির্ণয় করা সম্ভব হবে।