শেখ সিরাজ:22 জানুয়ারি রবিবার বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে হিরণ্য বাটি গ্রামীণ শিল্প নিকেতনের উদ্যোগে খবরের স্পন্দন পত্রিকার দশম বর্ষ পূর্তি ও পত্রিকার সম্পাদক প্রবীণ সাংবাদিক নৌশাদ মল্লিকের সাংবাদিকতা জীবনের ৫০ বৎসর উদযাপন উপলক্ষে সোমসপুর পীরতলায় রওশন আলী মল্লিক মেমোরিয়াল জুনিয়ার হাই মাদ্রাসা সংলগ্ন প্রাঙ্গনে বিনামূল্যে স্বাস্থ্য শিবির,চক্ষু ও দন্ত পরীক্ষা এবং সাধারণ রোগের চিকিৎসা করা হয়।
অনুষ্ঠানে বহু গুণীজন কে সংবর্ধিত করা হয়। সভায় সভাপতিত্ব করেন শাহী সুফি আব্দুল সালাম হুয়াইনি। নৌশাদ মল্লিকের সাংবাদিকতা জীবনের নানা কথা আলোচনা করেন তরুণ সাংবাদিক ইবাদুল ইসলাম, প্রাবন্ধিক এস এম সামসুদ্দিন, প্রদীপ বরাল, সোনা বন্দ্যোপাধ্যায়, উপন্যাসিক জারিফুল হক, রাধাকান্ত কর্মকার, বিশিষ্ট সমাজসেবী শান্তি ময় দে, শেখ মুজিবুর রহমান,আব্দুল গফফার,মিলন বসু,ফুটবলার সুব্রত দে সরকার বিশিষ্ট সাংবাদিক ও প্রাবন্ধিক, লেখক সঞ্জয় মুখোপাধ্যায়, সাংবাদিক আব্দুল কাইয়ুম, আসাদুল ইসলাম, দীপান্বিতা কাইয়ুম, উদ্যোগপতি শেখ জসীমউদ্দীন মন্ডল প্রমুখ। কবিতা পাঠ করেন এক ঝাঁক খ্যাতনামা কবি।
সংগীত পরিবেশন করেন প্রখ্যাতা সংগীত শিল্পী রুমা বন্দ্যোপাধ্যায়, তিনকড়ি দাস,রাজীব মল্লিক, ঝুমা মল্লিক, সুমন বসু, সৌরিমা বসু রায়, মীর সানিয়া শবনম, প্রমুখ। অর্কপ্রভ কর্মকারের তবলা সঙ্গত প্রশংসার দাবি রাখে। প্রখ্যাতা অভিনেত্রী চৈতালি মল্লিকের এর পরিচালনায় ছড়া গাড়ি দর্শকদের খুবই উপভোগ্য হয়। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন পান্থ মল্লিক ও শেখ আব্দুল মান্নান।