Anando Sangbad Live : ৯ই আগস্ট বোসপুকুরের হিন্দোল কসবা হলে ‘হিন্দোল কসবা’ আয়োজিত একটি দুর্দান্ত সাফল্যময় ‘কভিড -১৯ সচেতনতা কর্মসূচি’ অনুষ্ঠিত হয়েছে। বহু বিশিষ্ট গণ্যমান্য ব্যক্তি এবং বিশেষজ্ঞরা এই অনুষ্ঠানটি ছিলেন এবং মহামারী পরিস্থিতি চলাকালীন স্বাস্থ্যকর ও সুরক্ষিত কীভাবে রাখবেন সে সম্পর্কে তাদের মতামত জানান, জানিয়েছেন ‘হিন্দোল কসবা’র সভাপতি ড: প্রশান্ত ভট্টাচার্য।ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল, রোটারি ক্লাব অফ বেলভেদার গার্ডেনস কলকাতা, প্রোটেক্ট দ্য ওয়ারিয়র্স, খরদা মনান ওয়েলফেয়ার সোসাইটি এবং লায়ন্স ক্লাব অফ কলকাতা ম্যাগনেটস এই প্রকল্পের সহযোগী অংশীদার ছিলেন, জানিয়েছেন ‘হিন্দোল কসবা’র সেক্রেটারি সুজিত Boyed। এই সময়োপযোগী উদ্যোগটি সম্পাদনের জন্য ‘হিন্দোল কসবা’ কর্মকর্তাদের অভিনন্দন জানিয়েছেন ‘লায়ন্স ক্লাব অফ কলকাতা ম্যাগনেটস’-এর সনদ সভাপতি আশিস বাসাক।