Close

স‍্যান্ডফোর্ড অ্যাকাডেমির শিক্ষক দিবস পালন

 শেখ সিরাজ: ৫ ই সেপ্টেম্বর জাতীয় শিক্ষক দিবস সাড়ম্বরে পালন করা হলো কলকাতার নিউটাউনে অবস্থিত স‍্যান্ডফোর্ড অ্যাকাডেমীতে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংস্থার চেয়ারম্যান,বিশিষ্ট শিক্ষাবিদ ডক্টর এ আর খান। স্বাগত ভাষণ দেন স্যান্ডফোর্ড অ্যাকাডেমীর ম্যানেজিং ডিরেক্টর সেখ জসীম উদ্দিন মন্ডল।অনুষ্ঠানে শিক্ষক সম্মাননা জ্ঞাপন করা হয় বিশিষ্ট শিক্ষক সমাজসেবী সেখ বাহার আলী মন্ডল, বিশিষ্ট সাংবাদিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব নৌশাদ মল্লিক, বিশিষ্ট শিক্ষক ও লেখক রাহুল সেনগুপ্ত, ত্রিপুরা থেকে আগত বিশিষ্ট শিক্ষক ও শিক্ষা প্রশাসক মনোজ রায় এবং বিশিষ্ট শিক্ষক- শিক্ষাবিদ নাইমুল হককে। স‍্যান্ডফোর্ড অ্যাকাডেমীর মুখপাত্র শিক্ষক সমীপেষু উন্মোচিত হয় এই অনুষ্ঠানে। অনুষ্ঠানে একাডেমির ছাত্র-ছাত্রীরা সংগীত আবৃত্তি ও মুখাভিনয় পরিবেশন করে এবং শিক্ষক দিবসের তাৎপর্য তুলে ধরে। ধন্যবাদ জ্ঞাপন করেন বিশিষ্ট শিক্ষক নাসিম উদ্দিন মন্ডল। অনুষ্ঠানকে প্রাণবন্ত করে তোলেন শেখ তাইবুল হক সাবির হোসেন, স্পন্দন মল্লিক ও আকাশ পারভেজ।

অনুষ্ঠানটি পরিচালনা করেন পান্থ মল্লিক ও স‍্যান্ডফোর্ড অ্যাকাডেমীর ছাত্র আতিকুর রহমান।

Leave a Reply

0 Comments
scroll to top