Close

স্বাদ ও সাধ্যের ভোজ

নিজস্ব প্রতিনিধি:”খাই খাই করো কেন এসো বসো আহারে, খাওয়াও আজব খাওয়া ভোজ কয় যাহারে “
কি মনে পড়েছে এই বিখ্যাত দুটি লাইন, বাংলা ও বাঙ্গালীর গর্ব শ্রদ্ধেয় কবি সুকুমার রায়ের রচনা খাই খাই ছড়া থেকে এই দুটি লাইন আমাদের কাছে ভীষণভাবে গুরুত্বপূর্ণ। এই বর্তমান সময়ে বলে নয় চুটিয়ে আড্ডার মেজাজে ভুরিভোজ বাঙালির চিরকালের সাথী। তাই ” এ রয়েল কুইন রেস্টুরেন্ট” ইউনিট অফ অম্বুরি আপনাদের সবার জন্য নিয়ে এসেছে আমাদের জানা অজানা বেশ ভিন্ন স্বাদের একেবারে নতুন ধরনের খাবার। যেমন ধরুন বাঙালির ঐতিহ্য বহন করে ইলিশ। এই রেস্টুরেন্টে ইলিশকে আপনারা পাবেন অন্যরকম পরিচয়ে যেমন ধরুন ইলিশ বিরিয়ানি, ইলিশ পাই, বেকড ইলিশ ইত্যাদি। পাবেন সামুদ্রিক মাছের আইটেম তার সঙ্গে রয়েছে ভিন্ন স্বাদের মকটেল এছাড়া তো আমার আপনার পছন্দের চাইনিজ কন্টিনেন্টাল তন্দুর আইটেম পাবেন সুস্বাদু রূপে। ভরসার সঙ্গে বলা যেতেই পারে ছোট থেকে বড় সবাই “এ রয়েল কুইন ইউনিট অফ অম্বরীতে এসে এক অন্য অনুভূতি নিয়ে যাবেন। দ্বিতীয়তলের এই রেস্তোরাঁয় রয়েছে ছোট্ট একটি সুন্দর মনোরম আড্ডা জোন, সঙ্গে চা কফি স্ন্যাকস। বর্তমানে সকল খাদ্য রসিক ধীরে ধীরে ভিড় জমাচ্ছেন কারণ ভিন্ন স্বাদের সুস্বাদু খাবার গুলি তারা পেয়ে যাচ্ছেন তাদের সাধ্যের মধ্যে রয়েছে বিশেষ দিনে বিশেষ খাদ্যের আয়োজন তাই অপেক্ষায়র অবসান ঘটিয়ে পাড়ি দিন “এ রয়েল কুইন ইউনিট অফ আমবুরির উদ্দেশ্যে। লেক গার্ডেন্স লর্ডসের মোড় বন্ধন ব্যাংক এর পাশে, দক্ষিণ কোলকাতা ৭০০০৪৫

Leave a Reply

0 Comments
scroll to top