আলাপন রায় : স্বাধীনতা দিবসে অথাৎ ১৫ আগস্টে পাওয়া যেতে পারে ভারতে তৈরি করোনার প্রতিষেধক কোভ্যাক্সিন । এমনটাই জানালেন আইসিএমআর। ভারত বায়োটেক ইন্টারন্যাশানাল লিমিটেডের সঙ্গে যৌথ উদ্যোগে আইসিএমআর (ইন্ডিয়ান কাউন্সিল অব মেডিক্যাল রিসার্চ) তৈরি করেছে এই প্রতিষেধক । যা ইতিমধ্যে প্রয়োগের ব্যবস্থার প্রস্তুতি চলছে। কোভিড-১৯-এর প্রতিষেধক বিবিভি ১৫২ সিওভিড ভ্যাক্সিন-কে ক্লিনিক্যাল ট্রায়ালের জন্য বহু প্রতিষ্ঠানকে সুনির্দিষ্ট করা হয়েছে বলে জানায় আইসিএমআর । আগামী ৭ জুলাইয়ের মধ্যে কোভ্যাক্সিনের ক্লিনিক্যাল ট্রায়াল সম্পূর্ণ করার আবেদনও জানানো হয়েছে, এমনটাই দাবি করেন আইসিএমআর । করোনার বিরুদ্ধে এই টিকা তৈরি করতে পুণের ন্যাশানাল ইনস্টিটিউট অব ভাইরোলজি সার্স কভ-২ ভাইরাসের স্টেন সংগ্রহ করে আইসিএমআর -কে সাহায্য করেছে । ইতিমধ্যেই এই প্রতিষেধকের ট্রায়াল রানের জন্য বিশাখাপত্তনম, রোহতক, দিল্লি, পাটনা, নাগপুর, গোরখপুর হায়দরাবাদ গোয়া সহ একাধিক রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের প্রতিষ্ঠানকে চিঠি পাঠিয়ে তা জানানো হয়েছে । ক্লিনিক্যাল ট্রায়াল রানের জন্য সরকারি অনুমোদনও জোগাড় করে নিতে বলা হয়েছে। আইসিএমআর বক্তব্য অনুযায়ী, খুব দেরি হলেও ১৫ আগস্টের মধ্যে বাজারে এই প্রতিষেধক আনার চেষ্টা চলছে । স্বাস্থ্য মন্ত্রকের দেওয়া তথ্য অনুযায়ী দেশে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ৬ লক্ষ ছা়ড়েয়েছে। মৃত্যু হয়েছে প্রায় ১৮ হাজারেও বেশি মানুষের। এই অবস্থায় করোনার প্রতিষেধকের খোঁজে গবেষণা চলছে ইংল্যান্ড আমেরিকা সহ বেশ কয়েকটি দেশে।