Close

সৌম্যজিত আদকের ‘অল্প হলেও সত্যি’র ট্রেলার লঞ্চ

নিজস্ব প্রতিবেদক:শহরের এক পাচতারা হোটেলে হয়ে গেল রুপ প্রোডাকশন এন্ড এন্টারটেইনমেন্টের ব্যানারে তৈরী সুরেশ তোলানী ও অঙ্কিত দাস প্রযোজিত নতুন ছবি ‘অল্প হলেও সত্যি’র ট্রেলার লঞ্চ।

ছবিটির পরিচালনা করেছেন সৌম্যজিত আদক। অভিনয় করেছেন সৌরভ দাস, দর্শনা বনিক, রিষভ বসু,সৃজনি মিত্র প্রমুখ। এদিন ট্রেলার প্রকাশে উপস্থিত ছিলেন ছবির সমস্ত কলাকূশলীরা।

পরিচালক সৌম্যজিত আদক জানান “অল্প হলেও সত্যি” হল একটি জীবনের গল্প। চারজন মানুষের জীবনের নানা রংউঠে আসবে এই ছবিতে। যাদের অতীত জীবনের নানা রঙে রঙিন হবে ছবির প্রতিটি মোড়। একজন ক্যান্সার রোগীর চরিত্রে দেখা যাবে সৌরভ দাসকে। ভালোবাসা আর বিরহের এক অন্য ছবি ‘অল্প হলেও সত্যি’।

Leave a Reply

0 Comments
scroll to top