Close

সৌভিক দে’র “Code 706”

নিজস্ব প্রতিনিধি:এই পুজোতে নতুন ধরনের পারাবারিক গল্প নিয়ে আসছেন পরিচালক সৌভিক দে। স্বল্প দৈর্ঘ্যের এই ছবির নাম “Code 706″।

অন্য স্বাদের এই শর্ট ফিল্মে, পরিবারের গল্পের মধ্যে থ্রিলারের ছোঁয়াও থাকছে। আসলে বর্তমান সময়ে আমরা সকলেই নানা ভাবে ব্যস্ত। সে কারণে পরিবারকে দেওয়ার মত সময় আমাদের অনেকের হাতেই নেই। শুধু তাই নয় কর্মজগতের নানান হতাশা চাপ সেগুলো আমাদের ব্যক্তিগত জীবনকেও বিপর্যস্ত করছে।

একজন সৎ পুলিশ অফিসারের কর্মজগতের ফ্রাস্ট্রেশন কিভাবে তার পরিবারের মধ্যে এসে পড়ছে, সেই বাস্তব চিত্র উঠে আসবে ছবিতে। এর বিপরীতে সমাজে এক নারীর অবস্থানও উঠে আসবে। মুখ্য চরিত্রে অভিনয় করছেন অনিন্দ্য পুলক বন্দ্যোপাধ্যায়, চাঁদনী সাহা। এছাড়াও অভিনয়ে রয়েছেন আকাশ দাশগুপ্ত, বরুণ দে প্রমুখ। সম্প্রতি মুক্তি পেল ছবির পোস্টার। উপস্থিত ছিলেন পরিচালক সহ মুখ্য চরিত্ররা। পূজোর মধ্যেই ছবিটি মুক্তি পাওয়ার কথা।

Leave a Reply

0 Comments
scroll to top