Close

সে এসেছিলো

যুথিকা দাশগুপ্ত

একটা বৈরী বাতাস এসেছিলো
নীরবে গোপনে
পথ চিনেছে আমায় দেখে
নিজেই নিজের মনে,

সে পথ জুড়ে পথিক আমি
আজও পথের বাঁকে
হৃদ মাঝারে রেখেছিলাম
বৈরী বাতাসটাকে,

জোড়াল এক দমকা বাতাস
ধমকে দিলো পথে —
সবই যেন স্বপ্ন ছিলো
জানলাম কোনোমতে।

স্বপ্ন দেখার সে রাতটা আজ
আবার যেন ডাকে
আমি -রাত আর রাতটা আমায়
জড়িয়ে ধরে থাকে,

মাথা রাখি রাতের বুকে
ঠোঁট ছুঁয়ে যায় ঠোঁট
আমিও লুকাই –রাতও লুকায়
গভীর কোন চোট —-

স্মৃতির ঘরে দাপট ভরে
বৈরী বাতাস থাকে —
নীরব ভাবে গোপন ঘরে
আমায় জাগিয়ে রাখে।

Leave a Reply

0 Comments
scroll to top