সেন্ট পলস্ ক্যাথেড্রাল মিশন কলেজে আন্তর্জাতিক ওয়েবিনারAuthorPosted byramizPublishedAugust 22, 20206:55 amTwitterFacebookLinkedInShare this postShare this postClose sharing boxসেন্ট পলস্ ক্যাথেড্রাল মিশন কলেজে আন্তর্জাতিক ওয়েবিনারTwitterFacebookLinkedInPosted by ramiz on August 22, 2020. ফারুক আহমেদ, কলকাতার সেন্ট পলস্ ক্যাথেড্রাল মিশন কলেজের রসায়ন বিভাগ এবং কলেজের ইন্টারন্যাল কোয়ালিটি অ্যাসিয়োরেন্স সেল (IQAC) যৌথভাবে ২৯ ও ৩০ অগস্ট, ২০২০ “বায়ো-কেমিক্যাল ইন্টারফেসে রসায়ন ( Chemistry at the Bio-Chemical Interface)” শীর্ষক একটি দুদিনের আন্তর্জাতিক ওয়েবিনার আয়োজন করতে চলেছে। রসায়ন বিভাগের প্রধান তথা ওয়েবিনারের আহ্বায়ক ড. বিশ্বজিৎ পাল জানিয়েছেন যে উক্ত সম্মেলনে রাসায়নিক ক্ষেত্রই শুধু প্রধান আলোচ্য বিষয় হবে না, সাথে সাথে সাম্প্রতিককালের কিছু গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরতে চিকিৎসা বিজ্ঞানের উপরও যথাযথ জোর দেওয়া হবে । প্রসঙ্গক্রমে তিনি জানালেন যে সাধারণভাবে ক্যান্সার প্রতিরোধের উপর আলোচনার পাশাপাশি মানসিক স্বাস্থ্যের উপর কোভিড-১৯ এর প্রভাবও আলোচিত হবে।উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন কলিকাতা বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক দেবাশিস দাস, উপস্থিত থাকবেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ শ্রী দেবাশিস মন্ডল ও অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ। স্বাগত ও দীক্ষান্ত ভাষণ দেবেন ড. বিশ্বজিৎ পাল। এই দুই দিনের ওয়েবিনারে জাপান, আমেরিকা, ইতালি, ইংল্যান্ড, ইজরায়েল এবং ভারতের মতো বিশ্বের বিভিন্ন স্থানের আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বিজ্ঞানীগণ আলোচ্য শীর্ষক এর উপর আলোকপাত করবেন। তরুণ উৎসাহী গবেষকদের জন্য, কর্মসূচীতে একটি মৌখিক উপস্থাপনা বিভাগ অন্তর্ভুক্ত করা হয়েছে। এই ভার্চুয়াল সেমিনারের উদ্দেশ্য হলো বক্তা এবং শ্রোতাদের মধ্যে একটি ভার্চুয়াল প্লাটফর্ম তুলে ধরা যেখানে বক্তা এবং শ্রোতা আলোচ্য বিষয়ের উপর নিজেদের বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি, মতামত ও যুক্তি বিনিময় করতে পারে। আশা করা যায় এই অনুশীলনের ফলপ্রসূ বার্তা ছাত্র-ছাত্রীদের বিশেষত ভবিষ্যৎ রসায়নবিদদের এবং বিভিন্ন কলেজ, বিশ্ববিদ্যালয় এবং গবেষণা ইনস্টিটিউট গুলির অংশগ্রহণকারী তরুণ গবেষকদের গবেষণার মনোযোগে উদ্দীপনা জাগাবে। Post Views: 1,741 Share this:TwitterFacebookTelegramWhatsAppLike this:Like Loading...