আনন্দ সংবাদ লাইভ:বাংলাদেশের নামি গীতিকার বাংলাদেশ বেতারের “কবির মহসীন রেজা” সাহেবের উদ্যোগে ও তাঁরই লেখায় দুই বাংলার জন্য গাইলেন এই সময়ের জনপ্রিয় শিল্পী সুমনা। গানটির শিরোনাম “বাইরে ঝিরি ঝিরি বৃষ্টি” যার সুর ও সঙ্গীত দিয়েছেন প্রবাদপ্রতিম সুরকার সলিল চৌধুরীর সুযোগ্য শিষ্য তবলাবাদক পলাশ দাস। গানটির ভিডিও সম্পাদনার কাজ করেছেন ভাস্কর ও মৃনাল । গানটি ১৯ অক্টোবর মুক্তি পেয়েছে নামি চ্যানেল “অনুশ্রী টকিজ” থেকে। সুমনা ইতিমধ্যেই অনেকগুলি প্রসেনজিৎ ও মিঠুন চক্রবর্তীর সুপারহিট মুভিতে প্লেব্যাক করেছেন । সম্প্রতি বাংলাদেশ এর কয়েকটি মুভিতে প্লেব্যাক করেছেন। ঈদ উপলক্ষ্যে বাংলাদেশের সুপারস্টার ইমরান ও সুমনার গাওয়া “স্বর্গ” শিরোনামের গানটি সুপারহিট হয়েছে।
সুমনা জানান গানটি একদম রোমান্টিক অথচ বেদনাবিধুর একটি মিষ্টি গান ও আশা করেন তার গাওয়া এই গানটি শ্রোতাবন্ধুদের মনে জায়গা করে নেবে। মহসিন রেজা সাহেব জানান সুমনা ও আরেক জনপ্রিয় শিল্পী পল্লব ঘোষ এর সাথে এক বছর আগেই “ভালোবাসার আকাশে” নামক গান গুলি বাংলাদেশ ও এপার বাংলার মানুষ গ্রহণ করেছেন এবং তারই ফলপ্রসু “বাইরে ঝিরি ঝিরি ” গানটির ভিডিও প্রকাশিত হলো। সুমনার সাথে কাজটি করে খুব ভালো লেগেছে –এক দারুন মুহূর্তের সাক্ষী হয়ে থাকলাম । সুমনা এই মুহূর্তে দুই বাংলার নতুন প্রজন্মের একজন জনপ্রিয় ও গুণী শিল্পী। ভিডিওতে অভিনয় করেছেন সুমনা ও অভিষেক ও তার মেয়ে রাহি এবং আরেকজন শিশুশিল্পী আরাত্রিক । সবার গানটি ভালো লাগবে এই আশা রাখি। বাংলা গানের জয় হোক, বাংলা গান বেঁচে থাকুক।
গানটি শুনতে লিঙ্কটি ক্লিক করুন: