সুভাষগ্রামে ছাত্র-ছাত্রীদের নিয়ে সেমিনারAuthorPosted byramizPublishedSeptember 20, 202012:12 pmTwitterFacebookLinkedInShare this postShare this postClose sharing boxসুভাষগ্রামে ছাত্র-ছাত্রীদের নিয়ে সেমিনারTwitterFacebookLinkedInPosted by ramiz on September 20, 2020. Anando Sangbad Live :এখনো করোনার আতঙ্ক কাটেনি। তবুও তারই মধ্যে ছাত্র-ছাত্রীদের ভবিষ্যতের কথা ভেবে গত মঙ্গলবার সম্পূর্ণ স্বাস্থ্যবিধি মেনে হরিনাভি, সুভাষগ্রাম সহ কয়েকটি অঞ্চলের ছাত্র-ছাত্রীরা অভিভাবকসহ হাজির হয়েছিল এক সেমিনারে। বিষয় ছিল ডাক্তার হওয়ার স্বপ্ন পূরণ। মূলত উচ্চ মাধ্যমিকের পর যারা নিট পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে চায় তাদের জন্য ছিল এ দিনের আয়োজন। স্যান্ডফোর্ড অ্যাকাডেমির উদ্যোগে এই বিশেষ আয়োজনে যোগ দিয়েছিলেন এলাকার বিশিষ্ট শিক্ষক, ব্যবসায়ী এবং বিভিন্ন পেশার মানুষ জনেরা। উপস্থিত হয়েছিলেন তাঁদের সন্তানদের সঙ্গে করে। তাঁরা স্যান্ডফোর্ডের কর্মসূচি এবং নানারকম সমাজ কল্যাণ মূলক পরিকল্পনায় খুবই সন্তোষ প্রকাশ করেন এবং আগামী দিনে নিট-এর প্রস্তুতি সহ শিক্ষামূলক বিভিন্ন রকম কর্মকান্ডে তাঁরা স্যান্ডফোর্ড এর সঙ্গে থাকার ব্যাপারে আগ্রহ প্রকাশ করেন। এদিন সভায় বক্তব্য রাখেন বিশিষ্ট শিক্ষক সাহাবুল ইসলাম, নায়ীমুল হক, সেখ নাসিম উদ্দিন মন্ডল। সঞ্চালনা করেন বিশিষ্ট সমাজকর্মী সুভাষ প্রামাণিক Post Views: 1,732 Share this:TwitterFacebookTelegramWhatsAppLike this:Like Loading...
Students of Acharya Tulsi Academy Orchids The International School initiated ‘Clean School for Green School’ on World Environment Day