এই গ্রন্থটি পাঠ করে বেশ ভালো লেগেছে।
১)যুগাবতার শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব।
২)বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর
৩)রাজা রামমোহন রায়
৪)যুগপুরুষ অক্ষয়কুমার দত্ত
৫)পন্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
৬)যুগপুরুষ কাজী নজরুল ইসলাম
৭)অমরকথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
৮)সাহিত্যসম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
৯)বীর সন্যাসী স্বামী বিবেকানন্দ
১০)মাইকেল মধুসূদন দত্ত
এছাড়া বিদ্যুৎ ব্যবহারে সচেতনতার কথাও আছে আরও কিছু জানার বিষয়ের কথাও আছে।
স্কুল কলেজ পড়ুয়া ছাত্রছাত্রী সহ যে কেহ এই পুস্তক পাঠ করলে সমৃদ্ধ হওয়া যায়।আমার মনে হয় এই পুস্তক বাড়িতে থাকা খুব ভালো।মনীষীগণের ছবিসহ সুন্দর চকচকে মলাটের পরিষ্কার ঝকঝকে ছাপা এই পুস্তকের মূল্য মাত্র একশত টাকা।
রিভিউ:পিয়াসী মল্লিক